Sunday, May 4, 2025

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়েন্টকে হারাল ২-০ গোলে। এই জয়ের ফলে ৮৭ বছর পর মহামেডানে ফিরল ইতিহাস। মাঠেই সেলিব্রেশনে মাতেন সাদা-কালো ফুটবলাররা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৬ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ চলে আসে মহামেডানের সামনে। একটি বল পেয়ে বাগানের রক্ষণ ভেঙে ডেভিড সাঁইসাঁই করে আক্রমণে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিহত হন। এরপর ম‍্যাচের ১২ মিনিটের মাথায় ফের সুযোগ চলে আসে সাদা-কালো ব্রিগেডের কাছে। মহমেডানের স্যামুয়েলের শট প্রায় গোলের ভিতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু মোহনবাগানের একজন ডিফেন্ডার গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তবে মহামেডানকে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ম‍্যাচের ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। প্রথম কর্নার পেয়ে, সেটাই কাজে লাগায় মহামেডান। ম‍্যাচের ১৩ মিনিটে রেমসঙ্গার গোলে ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। কর্নার থেকে আসা বলে মাথা ছোঁয়ান। বলটি ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। বাগাবের রক্ষণ নিঃসন্দেহে জঘন্য। ২১ মিনিট সহজ সুযোগ নষ্ট মহমেডানের। তন্ময় ঘোষের কাছ থেকে একটি দুর্দান্ত পাস পান বিকাশ। কিন্তু তাঁর শট ক্রস পিসে লেগে ফিরে আসে। মোহনবাগানকে রীতিমতো চাপে রাখে সাদা-কালো ব্রিগেড। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে আবার এগিয়ে যায় মহামেডান ৩৮ মিনিটে ডেভিডের গোল। মহমেডান ২-০ করে ফেলল। মাঝমাঠ থেকে লম্বা একটি বল ভাসানো হয়েছিল। ১৮ গজ বক্সের ঠিক বাইরে সেই বল পান ডেভিড। বাগানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক দেবনাথ মন্ডলকে ডজ দিয়ে বল জালে জড়ান। দারুণ গোল ডেভিডের। এই নিয়ে লিগে ২১তম গোল হয়ে গেল তরুণ তারকার। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি মহামেডান। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। একের পর এক আক্রমণে ঝাঁপায় সাদা-কালো ব্রিগেড। ৪৭ মিনিটে মহমেডানের জন্য দারুণ সুযোগ চলে আসে। ডেভিডের ভলিতে গোলের প্রচেষ্টা প্রতিহত হয়। বল ধরে নেন বাগান কিপার। ৬৫ মিনিটে আক্রমণে ঝাঁপায় সবুজ-মেরুন। কিন্তু সেই ঝাঁজ নেই। সেই তীব্রতা নেই আক্রমণগুলোর মধ্যে, যা থেকে গোল হবে। ফারদিন আলি মোল্লাকে নিখুঁত ভাবে বল বাড়িয়েছিলেন শিবাজিৎ। কিন্তু ফারদিন বলটি বাইরে পাঠিয়ে দেন। এরপর আক্রমণে গেলেও মোহনবাগান গোলের দরজা খুলতে পারেনি।

আরও পড়ুন:এশিয়না গেমসে ষষ্ঠ দিনেও সাফল্য ভারতের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

 

 

 

 

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version