Saturday, May 3, 2025

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বেসামাল অবস্থা পাকিস্তানের (Pakistan)। তার উপরে একের পর এক আত্মঘাতী হামলার ঘটনায় ক্রমশই প্রকট হচ্ছে পাকিস্তানের খারাপ চেহারা। শুক্রবার এমনিতেই মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র দিন। আর এমন দিনেই বালুচিস্তানের (Balochistan) এক ধর্মীয় সমাবেশে হামলার ঘটনায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ (Police)।

পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বালোচিস্তানের মাস্তুং জেলার আল-ফালাহ মসজিদের কাছে এদিন ইদের মিছিল উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আচমকা ওই আত্মঘাতী জঙ্গি ভিড়ের দিকে এগিয়ে এসে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। মুহূর্তে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের জেরে বালোচ পুলিশ বিভাগের এক ডেপুটি সুপার পদমর্যাদার কর্তারও মৃত্যু হয়েছে। খবর পেয়েই বিস্ফোরণস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। হতাহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সব হাসপাতালেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে খবর।

বালুচিস্তানের এক পুলিশ কর্তা জানিয়েছেন, বোমা হামলাকারী ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ির কাছেই বিস্ফোরণ ঘটিয়েছিল। এদিন জঙ্গিদের টার্গেট পুলিশ ছিল কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউই স্বীকার করেনি। ঘটনার পরই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version