Wednesday, November 5, 2025

সংসদের বিশেষ অধিবেশনে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলে প্রথমে স্বাক্ষর করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।তারপর বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতিকে।সেই সম্মতি মিলল।মহিলা সংরক্ষণ বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতির। অবশেষে তা মিলল। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই সংসদের বিশেষ অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়  ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’। তিনি অনুমোদন দিলেই বিলটি আইনে পরিণত হবে।
এক সপ্তাহ আগেই শেষ হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। এবারের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল উভয় কক্ষেই ঐক্যমতের ভিত্তিতে পাশ হয়। মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ করা হয়।

গত ২০ সেপ্টেম্বর লোকসভায় বিলটি পাশ হয়। ৪৫৪ জন সাংসদ বিলের পক্ষে ভোট দেন৷ বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন৷ আলোচনা শেষে সন্ধে ৭টা ৬ মিনিট নাগাদ এই বিল নিয়ে ভোটাভুটি শুরু হয়৷ ৭টা ৩৯ মিনিটেই ভোটাভুটির ফল ঘোষণা করেন অধ্যক্ষ৷ সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন পেশ করা হয় ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ বিল৷ এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা রাজনীতিকদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়৷ ডিলিমিটেশন নিয়মাবলি প্রয়োগের পরে এই আইন কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে৷ বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভা অধিবেশনে বিলটি পেশ করেছিলেন৷

রাষ্ট্রপতি মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়ার পর ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’ ভারতে আইনসিদ্ধ হয়েছে ৷তবে নতুন আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই সংরক্ষণ কার্যকর করা হবে বলে  কেন্দ্রের তরফে জানানো হয়েছে ।

 

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version