Friday, December 19, 2025

সংসদে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

Date:

Share post:

সংসদের বিশেষ অধিবেশনে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলে প্রথমে স্বাক্ষর করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।তারপর বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতিকে।সেই সম্মতি মিলল।মহিলা সংরক্ষণ বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতির। অবশেষে তা মিলল। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই সংসদের বিশেষ অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়  ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’। তিনি অনুমোদন দিলেই বিলটি আইনে পরিণত হবে।
এক সপ্তাহ আগেই শেষ হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। এবারের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল উভয় কক্ষেই ঐক্যমতের ভিত্তিতে পাশ হয়। মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ করা হয়।

গত ২০ সেপ্টেম্বর লোকসভায় বিলটি পাশ হয়। ৪৫৪ জন সাংসদ বিলের পক্ষে ভোট দেন৷ বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন৷ আলোচনা শেষে সন্ধে ৭টা ৬ মিনিট নাগাদ এই বিল নিয়ে ভোটাভুটি শুরু হয়৷ ৭টা ৩৯ মিনিটেই ভোটাভুটির ফল ঘোষণা করেন অধ্যক্ষ৷ সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন পেশ করা হয় ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ বিল৷ এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা রাজনীতিকদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়৷ ডিলিমিটেশন নিয়মাবলি প্রয়োগের পরে এই আইন কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে৷ বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভা অধিবেশনে বিলটি পেশ করেছিলেন৷

রাষ্ট্রপতি মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়ার পর ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’ ভারতে আইনসিদ্ধ হয়েছে ৷তবে নতুন আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই সংরক্ষণ কার্যকর করা হবে বলে  কেন্দ্রের তরফে জানানো হয়েছে ।

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...