Sunday, May 4, 2025

জোটের মাঝেই সংঘা.তের ইঙ্গিত! দিল্লিতে কংগ্রেসে যোগ ২০ আপ নেতার

Date:

সরকার ভাঙার খেলায় এবার কি তবে বিজেপির(BJP) পুরানো জুতোয় পা গলালো কংগ্রেস(Congress)। পাঞ্জাবে(Punjab) আপ-কংগ্রেসের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে এবার দিল্লিতে(Delhi) শুরু হল দল ভাঙার খেলা। শুক্রবার রাজধানী দিল্লিতে ২০ জনের বেশি আপ নেতা যোগ দিল কংগ্রেসে। হাত শিবিরের তরফে এই যোগদানের বিষয়টি প্রকাশ্যে এনে জানানো হয়েছে, আগামী দিনে আরও বহু আপ নেতা কংগ্রেসে যোগ দেবেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া শিবিরের দুই শরিক দলের এহেন দলবদলের বিষয়টিকে ভালো চোখে দেখছে না জোট শিবিরের নেতারা।

দিল্লি কংগ্রেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি কংগ্রেসের প্রাক্তন সচিব কুলদীপ ভাটি ও প্রাক্তন প্রদেশ সভাপতি মহেন্দ্র কুমার সহ ২০ জনের বেশি নেতা আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের ফের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই দলবদল প্রসঙ্গে কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা জানান, এটা সবে শুরু, আগামী দিনে দল ছেড়ে যাওয়া আরও বহু নেতা আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন। তবে এই ধরণের পদক্ষেপ ইন্ডিয়া জোটে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, কংগ্রেস রাজধানীতে নিজেকে শক্তিশালী করতে যা যা করার তা কররে।

পাশাপাশি তিনি আরও বলেন, “জোট সংক্রান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবে এবং আমরা তা অনুসরণ করব।” তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজেদেরকে শক্তিশালী ও পুনর্গঠন করতে কিছু পদক্ষেপ নিতে হবে এবং আমরা তা করব। কংগ্রেস নেতা লাভলি অভিযোগ করেন, “বিজেপি এবং আম আদমি পার্টি উভয়ই রাজধানীতে ‘উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে’।” তাঁর আরও অভিযোগ, “বিজেপি এবং আপের দ্বন্দ্বের জেরে একাধিক বড় উন্নয়ন প্রকল্প আটকে রাখা হয়েছে। বিজেপির এজেন্ডা হল সমাজে বিদ্বেষ ও ঘৃণা তৈরি করা।” লাভলির অভিযোগ, অন্যদিকে, সব উন্নয়ন কাজ বন্ধ করার জন্য বিজেপিকে দোষারোপ করে AAP তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version