Sunday, November 9, 2025

জোটের মাঝেই সংঘা.তের ইঙ্গিত! দিল্লিতে কংগ্রেসে যোগ ২০ আপ নেতার

Date:

সরকার ভাঙার খেলায় এবার কি তবে বিজেপির(BJP) পুরানো জুতোয় পা গলালো কংগ্রেস(Congress)। পাঞ্জাবে(Punjab) আপ-কংগ্রেসের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে এবার দিল্লিতে(Delhi) শুরু হল দল ভাঙার খেলা। শুক্রবার রাজধানী দিল্লিতে ২০ জনের বেশি আপ নেতা যোগ দিল কংগ্রেসে। হাত শিবিরের তরফে এই যোগদানের বিষয়টি প্রকাশ্যে এনে জানানো হয়েছে, আগামী দিনে আরও বহু আপ নেতা কংগ্রেসে যোগ দেবেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া শিবিরের দুই শরিক দলের এহেন দলবদলের বিষয়টিকে ভালো চোখে দেখছে না জোট শিবিরের নেতারা।

দিল্লি কংগ্রেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি কংগ্রেসের প্রাক্তন সচিব কুলদীপ ভাটি ও প্রাক্তন প্রদেশ সভাপতি মহেন্দ্র কুমার সহ ২০ জনের বেশি নেতা আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের ফের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই দলবদল প্রসঙ্গে কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা জানান, এটা সবে শুরু, আগামী দিনে দল ছেড়ে যাওয়া আরও বহু নেতা আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন। তবে এই ধরণের পদক্ষেপ ইন্ডিয়া জোটে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, কংগ্রেস রাজধানীতে নিজেকে শক্তিশালী করতে যা যা করার তা কররে।

পাশাপাশি তিনি আরও বলেন, “জোট সংক্রান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবে এবং আমরা তা অনুসরণ করব।” তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজেদেরকে শক্তিশালী ও পুনর্গঠন করতে কিছু পদক্ষেপ নিতে হবে এবং আমরা তা করব। কংগ্রেস নেতা লাভলি অভিযোগ করেন, “বিজেপি এবং আম আদমি পার্টি উভয়ই রাজধানীতে ‘উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে’।” তাঁর আরও অভিযোগ, “বিজেপি এবং আপের দ্বন্দ্বের জেরে একাধিক বড় উন্নয়ন প্রকল্প আটকে রাখা হয়েছে। বিজেপির এজেন্ডা হল সমাজে বিদ্বেষ ও ঘৃণা তৈরি করা।” লাভলির অভিযোগ, অন্যদিকে, সব উন্নয়ন কাজ বন্ধ করার জন্য বিজেপিকে দোষারোপ করে AAP তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version