Sunday, August 24, 2025

পৈ.শাচিক! শারীরিক সম্পর্কে ‘না’, হিমন্তের রাজ্যে ম.র্মান্তিক পরিণতি নাবালি.কার

Date:

শারীরিক সম্পর্কে সায় ছিল না প্রেমিকার। আর তার খেসারত দিয়ে হল জীবন দিয়ে। অসমের (Assam) করিমগঞ্জ জেলার ঘটনা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডবল ইঞ্জিন (Double Engine) এই রাজ্যে। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল প্রেমিক। আর তাতে রাজি না হওয়ায় খুন হতে হল তাকে। তবে প্রেমিকাকে শুধু খুন করেই ক্ষান্ত থাকেননি প্রেমিক। এরপরই মৃতদেহকে ইচ্ছামতো ধর্ষণ করে প্রেমিক এবং তার দুই বন্ধু! ঘটনার জেরে বৃহস্পতিবারই ভারতীয় রেলওয়ের (Indian Railways) এক কর্মচারী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ সেপ্টেম্বর অসমের করিমগঞ্জ টাউন বাইপাসের পাশে, এক জায়গায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যায়, ওইদিনই নাবালিকাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তে নেক্রোফিলিয়ার প্রমাণও পেয়েছিল পুলিশ অর্থাৎ, কিশোরীর মৃতদেহে যৌন নির্যাতনের ছাপ স্পষ্ট বলে জানা যায়। এরপরই, যৌন অপরাধের কারণে পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার জানান, তদন্ত চলাকালীন পুলিশ মেয়েটির একটি ব্যক্তিগত ডায়েরি পেয়েছিল। সেই ডায়েরিতে একটি ফোন নম্বর ছিল। নম্বরটি ধরেই অনুসন্ধান শুরু করে পুলিশ। জানা যায়, নম্বরটি এক রেলওয়ে কর্মচারীর। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পারে, মৃতা কিশোরীকে সে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু প্রেমিকা বারবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর তার জেরেই মাথায় খুন চেপে যায় প্রেমিকের।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর মেয়েটি তার বাড়িতে একাই ছিল। সেইসময় আচমকাই অভিযুক্ত রেলকর্মী তার দুই বন্ধুকে নিয়ে প্রেমিকার বাড়িতে চড়াও হয়। পরে তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এরপরই রেগে লাল হয়ে ওঠে প্রেমিক। প্রেমিকা বাধা দিলে অভিযুক্ত তিনজন খেপে ওঠে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর, অভিযুক্ত তিনজনই মেয়েটির মৃতদেহর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয় এবং নাবালিকার উপর অত্যাচারের পর মেয়েটির দেহ অভিযুক্তরা বাইপাসের ধারে ফেলে দেয় বলে খবর।

 

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version