Wednesday, August 27, 2025

২০০০ টাকার নোট এখনও বাড়িতে রয়েছে? যদি থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই। শুক্রবার বিবৃতি জারি করে ২,০০০ টাকার নোট (2000 Rupees Note) জমা দেওয়ার মেয়াদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। শুক্রবার নোট জমা দেওয়ার যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটা আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল আরবিআই।

তবে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সাফ জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের অর্থাৎ শনিবারের মধ্যে ২,০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে হবে বা পালটে নিতে হবে। শুক্রবার যে সময়সীমা শেষ হচ্ছিল, তার সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হল। তবে আরবিআই-র তরফে আগেই ঘোষণা করা হয়েছিল  ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর আর ২০০০ টাকার নোট দিয়ে লেনদেন, এমনকি ব্যাঙ্কেও জমা দেওয়া যাবে না। কিন্তু, তারপরেও সময়সীমা বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে নির্ধারিত দিনেই বিবৃতি দিয়ে টাকা জমা দেওয়া নিয়ে সমস্ত প্রশ্নের জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক।

এদিকে গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, গত মাসের শেষে ৯৩ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে ব্যাঙ্কে। সব নোট এখনও জমা পড়েনি। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ‘আমি তো এমন কিছু বলতে পারব না যা জানি না। কল্পনার ভিত্তিতে এসব বলা যায় না। ৩০ সেপ্টেম্বরের পর কী হবে তা নিয়ে জল্পনা করে লাভ নেই। আমরা একবারও বলিনি যে ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট অবৈধ হয়ে যাবে।’

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version