দিল্লির ধ.র্নায় অবিজেপি দলগুলিকে আহ্বান অভিষেকের

২ এবং ৩ অক্টোবর প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লি কাঁপাবে তৃণমূল। দিল্লির বিজেপি সরকারের হাজার বাধা সত্ত্বেও বাংলা থেকে গরিব বঞ্চিত মানুষ বাস ধরে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার, ভার্চুয়াল বার্তায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন এভাবে তাঁদের আটকানো যাবে না। ৩ তারিখ যন্তরমন্তরের সামনে তৃণমূলের প্রতিবাদ সভায় বিজেপি (BJP) বিরোধীদলগুলিকেও আহ্বান জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

২ অক্টোবর দলের সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যদের রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার বকেয়া আদায়ে ৩ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ সভা। প্রতি গ্রাম পঞ্চায়েতে লাইভ টেলিকাস্ট হবে। দিল্লির ওই সভায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন্দ্রের এই বঞ্চনার শিকার বাংলার পাশাপাশি অন্যান্য অবিজেপি রাজ্যগুলিও। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে ইতিমধ্যে জোট বেঁধেছে বিরোধীরা। I.N.D.I.A. জোটকে ইতিমধ্যেই ভয় পাচ্ছে গেরুয়া শিবির। সেই বিরোধী নেতাদেরও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানালেন অভিষেক।