সুন্দরবনে ক্যামেরাব.ন্দি দক্ষিণ রায়, উচ্ছ্বসিত পর্যটকরা

সুন্দরবন বেড়াতে গেলেই পর্যটকদের চোখ খোঁজে দক্ষিণ রায়কে। রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মানেই সুন্দরবন (Sundarban) বেড়ানো সার্থক। আশ্বিনে পর্যটকদের মন ভালো করতে দেখা দিলেন তিনি। একেবারে রায়মঙ্গল নদীতে।

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের (Sundarban) রায়মঙ্গল নদীতে জঙ্গল সাফারিতে সাতসকালে পর্যটকদের ক্যামেরায় বন্দি হল পূর্ণবয়স্ক বাঘ। মেঘলা আকাশ ঝিরঝির বৃষ্টি রায়মঙ্গল নদী পাড়েই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। উচ্ছ্বসিত পর্যটকেরা।

ঝিঙ্কাখালি বিট কুকরেখালি জঙ্গলের কাছে কালীতলা গ্রাম পঞ্চায়েতের সামশেরনগর বাফার জনের সামনে রায়মঙ্গল নদীতে পূর্ণাঙ্গ বয়স্ক বাঘের (Tiger) দেখা মেলে। তারপর ধীরে ধীরে নদী পেরিয়ে ফের জঙ্গলের দিকে এগোতে শুরু করেন দক্ষিণ রায়। নৌ ভবনে পর্যটকরা বাঘ দেখায় রীতিমতো খুশি। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন বনদফতরের কর্মীরা।