Sunday, May 4, 2025

পৈ.শাচিক! শারীরিক সম্পর্কে ‘না’, হিমন্তের রাজ্যে ম.র্মান্তিক পরিণতি নাবালি.কার

Date:

শারীরিক সম্পর্কে সায় ছিল না প্রেমিকার। আর তার খেসারত দিয়ে হল জীবন দিয়ে। অসমের (Assam) করিমগঞ্জ জেলার ঘটনা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডবল ইঞ্জিন (Double Engine) এই রাজ্যে। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল প্রেমিক। আর তাতে রাজি না হওয়ায় খুন হতে হল তাকে। তবে প্রেমিকাকে শুধু খুন করেই ক্ষান্ত থাকেননি প্রেমিক। এরপরই মৃতদেহকে ইচ্ছামতো ধর্ষণ করে প্রেমিক এবং তার দুই বন্ধু! ঘটনার জেরে বৃহস্পতিবারই ভারতীয় রেলওয়ের (Indian Railways) এক কর্মচারী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ সেপ্টেম্বর অসমের করিমগঞ্জ টাউন বাইপাসের পাশে, এক জায়গায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যায়, ওইদিনই নাবালিকাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তে নেক্রোফিলিয়ার প্রমাণও পেয়েছিল পুলিশ অর্থাৎ, কিশোরীর মৃতদেহে যৌন নির্যাতনের ছাপ স্পষ্ট বলে জানা যায়। এরপরই, যৌন অপরাধের কারণে পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার জানান, তদন্ত চলাকালীন পুলিশ মেয়েটির একটি ব্যক্তিগত ডায়েরি পেয়েছিল। সেই ডায়েরিতে একটি ফোন নম্বর ছিল। নম্বরটি ধরেই অনুসন্ধান শুরু করে পুলিশ। জানা যায়, নম্বরটি এক রেলওয়ে কর্মচারীর। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পারে, মৃতা কিশোরীকে সে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু প্রেমিকা বারবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর তার জেরেই মাথায় খুন চেপে যায় প্রেমিকের।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর মেয়েটি তার বাড়িতে একাই ছিল। সেইসময় আচমকাই অভিযুক্ত রেলকর্মী তার দুই বন্ধুকে নিয়ে প্রেমিকার বাড়িতে চড়াও হয়। পরে তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এরপরই রেগে লাল হয়ে ওঠে প্রেমিক। প্রেমিকা বাধা দিলে অভিযুক্ত তিনজন খেপে ওঠে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর, অভিযুক্ত তিনজনই মেয়েটির মৃতদেহর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয় এবং নাবালিকার উপর অত্যাচারের পর মেয়েটির দেহ অভিযুক্তরা বাইপাসের ধারে ফেলে দেয় বলে খবর।

 

 

 

Related articles

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...
Exit mobile version