Sunday, August 24, 2025

নেদারল্যান্ডস শিল্পীদের সহযোগিতায় সেজে উঠছে বেহালা নুতন দলের দুর্গাপুজো

Date:

Share post:

দুর্গাপুজোয় বিভিন্ন থিম হয় সর্বত্র। সবারই নজর থাকে নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই বেহালা নুতন দলের পুজো সাজছে ডাচ শিল্পের আঙ্গিকে। কলকাতার শিল্পী অয়ন সাহাকে এবিষয়ে সাহায্য করছেন ডাচ শিল্পী মার্টিনা মারিয়া পেকালা ও বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথুওয়ার পম্পে।

মাসআর্ট, একটি শহর-ভিত্তিক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যা বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে নিয়ে যাবে। ভারতীয়-ডাচ শিল্পীর সহযোগিতা সম্পর্কে বলতে গিয়ে মাসআর্টের সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু শুভ বলেন, “যখন দুটি বৈচিত্র্যময় সংস্কৃতি একে অপরের সাথে মিশে যায়, তখন শিল্প সর্বজনীন ভাষা হয়ে ওঠে যা তাদের একত্রিত করে। দুর্গা পূজা শিল্পের জন্য দুই ডাচ শিল্পী এবং একজন ভারতীয় শিল্পীর মধ্যে সহযোগিতা সাংস্কৃতিক সংমিশ্রণের সৌন্দর্যের প্রমাণ।”

নেদারল্যান্ডসের শিল্পী মার্টিনা মারিয়া পেকালা এবং বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথোওয়ার পম্পে বলেন, কলকাতায় এসে কাজ করা আমাদের জন্য একটি অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা। শিল্পের প্রতি ভারতীয়দের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে খুব আলাদা, যা খুবই আকর্ষণীয় এবং আমরা শিল্পের কাছে যাওয়ার একটি নতুন পদ্ধতি শিখছি। অয়নের সাথে কাজ করা খুবই আনন্দের ও আমি এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

শিল্পী অয়ন সাহা বলেন, “ভারতীয় এবং ডাচ শিল্পের সংমিশ্রনে আমরা দুর্গাপুজার ঐশ্বরিক চেতনা উদযাপন করব। আমাদের সহযোগিতা, সৃজনশীলতা, সংস্কৃতি দিয়ে একসঙ্গে একটি শৈল্পিক অভিব্যক্তি তৈরি করছি যা সীমানাকেও অতিক্রম করে যাবে।”

এই প্রসঙ্গে বেহালা নূতন দলের আহ্বায়ক সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার দুর্গাপুজোর জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবারের মতো বাইরের দেশের তথা বিদেশের শিল্পীরা দুর্গাপুজোয় কলকাতার শিল্পীর সঙ্গে সহযোগিতা করছেন। বিশ্বব্যাপী দর্শকদের কাছে দুর্গাপুজোর ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ  নেওয়ার জন্য এবং আমাদের শিল্প প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আমরা মাসআর্টকে আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই।”

আরও পড়ুন- ভ.য় পেয়েছে বিজেপি, তৃণমূলের দিল্লি অ.ভিযানে ব্যা.ঘাত করতে ট্রেনের পর এবার বা.তিল বিমান

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...