Friday, December 26, 2025

নেদারল্যান্ডস শিল্পীদের সহযোগিতায় সেজে উঠছে বেহালা নুতন দলের দুর্গাপুজো

Date:

Share post:

দুর্গাপুজোয় বিভিন্ন থিম হয় সর্বত্র। সবারই নজর থাকে নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই বেহালা নুতন দলের পুজো সাজছে ডাচ শিল্পের আঙ্গিকে। কলকাতার শিল্পী অয়ন সাহাকে এবিষয়ে সাহায্য করছেন ডাচ শিল্পী মার্টিনা মারিয়া পেকালা ও বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথুওয়ার পম্পে।

মাসআর্ট, একটি শহর-ভিত্তিক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যা বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে নিয়ে যাবে। ভারতীয়-ডাচ শিল্পীর সহযোগিতা সম্পর্কে বলতে গিয়ে মাসআর্টের সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু শুভ বলেন, “যখন দুটি বৈচিত্র্যময় সংস্কৃতি একে অপরের সাথে মিশে যায়, তখন শিল্প সর্বজনীন ভাষা হয়ে ওঠে যা তাদের একত্রিত করে। দুর্গা পূজা শিল্পের জন্য দুই ডাচ শিল্পী এবং একজন ভারতীয় শিল্পীর মধ্যে সহযোগিতা সাংস্কৃতিক সংমিশ্রণের সৌন্দর্যের প্রমাণ।”

নেদারল্যান্ডসের শিল্পী মার্টিনা মারিয়া পেকালা এবং বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথোওয়ার পম্পে বলেন, কলকাতায় এসে কাজ করা আমাদের জন্য একটি অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা। শিল্পের প্রতি ভারতীয়দের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে খুব আলাদা, যা খুবই আকর্ষণীয় এবং আমরা শিল্পের কাছে যাওয়ার একটি নতুন পদ্ধতি শিখছি। অয়নের সাথে কাজ করা খুবই আনন্দের ও আমি এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

শিল্পী অয়ন সাহা বলেন, “ভারতীয় এবং ডাচ শিল্পের সংমিশ্রনে আমরা দুর্গাপুজার ঐশ্বরিক চেতনা উদযাপন করব। আমাদের সহযোগিতা, সৃজনশীলতা, সংস্কৃতি দিয়ে একসঙ্গে একটি শৈল্পিক অভিব্যক্তি তৈরি করছি যা সীমানাকেও অতিক্রম করে যাবে।”

এই প্রসঙ্গে বেহালা নূতন দলের আহ্বায়ক সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার দুর্গাপুজোর জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবারের মতো বাইরের দেশের তথা বিদেশের শিল্পীরা দুর্গাপুজোয় কলকাতার শিল্পীর সঙ্গে সহযোগিতা করছেন। বিশ্বব্যাপী দর্শকদের কাছে দুর্গাপুজোর ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ  নেওয়ার জন্য এবং আমাদের শিল্প প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আমরা মাসআর্টকে আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই।”

আরও পড়ুন- ভ.য় পেয়েছে বিজেপি, তৃণমূলের দিল্লি অ.ভিযানে ব্যা.ঘাত করতে ট্রেনের পর এবার বা.তিল বিমান

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...