Sunday, November 16, 2025

নেদারল্যান্ডস শিল্পীদের সহযোগিতায় সেজে উঠছে বেহালা নুতন দলের দুর্গাপুজো

Date:

দুর্গাপুজোয় বিভিন্ন থিম হয় সর্বত্র। সবারই নজর থাকে নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই বেহালা নুতন দলের পুজো সাজছে ডাচ শিল্পের আঙ্গিকে। কলকাতার শিল্পী অয়ন সাহাকে এবিষয়ে সাহায্য করছেন ডাচ শিল্পী মার্টিনা মারিয়া পেকালা ও বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথুওয়ার পম্পে।

মাসআর্ট, একটি শহর-ভিত্তিক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যা বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে নিয়ে যাবে। ভারতীয়-ডাচ শিল্পীর সহযোগিতা সম্পর্কে বলতে গিয়ে মাসআর্টের সেক্রেটারি ধ্রুবজ্যোতি বসু শুভ বলেন, “যখন দুটি বৈচিত্র্যময় সংস্কৃতি একে অপরের সাথে মিশে যায়, তখন শিল্প সর্বজনীন ভাষা হয়ে ওঠে যা তাদের একত্রিত করে। দুর্গা পূজা শিল্পের জন্য দুই ডাচ শিল্পী এবং একজন ভারতীয় শিল্পীর মধ্যে সহযোগিতা সাংস্কৃতিক সংমিশ্রণের সৌন্দর্যের প্রমাণ।”

নেদারল্যান্ডসের শিল্পী মার্টিনা মারিয়া পেকালা এবং বেঞ্জামিন ভ্যান হোয়েজ শিলথোওয়ার পম্পে বলেন, কলকাতায় এসে কাজ করা আমাদের জন্য একটি অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা। শিল্পের প্রতি ভারতীয়দের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে খুব আলাদা, যা খুবই আকর্ষণীয় এবং আমরা শিল্পের কাছে যাওয়ার একটি নতুন পদ্ধতি শিখছি। অয়নের সাথে কাজ করা খুবই আনন্দের ও আমি এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

শিল্পী অয়ন সাহা বলেন, “ভারতীয় এবং ডাচ শিল্পের সংমিশ্রনে আমরা দুর্গাপুজার ঐশ্বরিক চেতনা উদযাপন করব। আমাদের সহযোগিতা, সৃজনশীলতা, সংস্কৃতি দিয়ে একসঙ্গে একটি শৈল্পিক অভিব্যক্তি তৈরি করছি যা সীমানাকেও অতিক্রম করে যাবে।”

এই প্রসঙ্গে বেহালা নূতন দলের আহ্বায়ক সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার দুর্গাপুজোর জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবারের মতো বাইরের দেশের তথা বিদেশের শিল্পীরা দুর্গাপুজোয় কলকাতার শিল্পীর সঙ্গে সহযোগিতা করছেন। বিশ্বব্যাপী দর্শকদের কাছে দুর্গাপুজোর ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ  নেওয়ার জন্য এবং আমাদের শিল্প প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আমরা মাসআর্টকে আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই।”

আরও পড়ুন- ভ.য় পেয়েছে বিজেপি, তৃণমূলের দিল্লি অ.ভিযানে ব্যা.ঘাত করতে ট্রেনের পর এবার বা.তিল বিমান

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version