‘বিরুষ্কা’ পরিবারে নতুন মানুষের আগমন? শোনা যাচ্ছে তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anuska Sharma)। দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও বিরাট বা অনুষ্কা কেউই এখনও নিজে থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে দম্পতিকে। আপাতত লোকচক্ষুর আড়ালেই তাই থাকছেন অভিনেত্রী (Actress)। এরপর থেকেই জল্পনা বেড়েছে।

প্রথম সন্তান ভামিকার ক্ষেত্রেও অনেকটা দেরিতেই খুশির খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। তাই এক্ষেত্রেও তাঁরা সেই রাস্তাতেই হাঁটবেন বলে মনে করা হচ্ছে। আপাতত বিরাটের মূল লক্ষ্য এবারের বিশ্বকাপ জয়। সেই নিয়েই ব্যস্ত কিং কোহলি।
