কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসবে এবার নজর কাড়বে ‘এ্যাম্বিশন’

এসে গেল পুজো৷এবার নিজেদের পুজোর থিম প্রকাশ করল কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি৷৩০ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে থিম প্রকাশ করলেন পুজো উদ্যোক্তারা। তাদের প্রতি বছরের থিমে থাকে নতুন চমক, নতুন চিন্তাধারা।এবার তাদের পুজো à§©à§§ বছরে পদার্পণ করল। এবারের থিম ‘এ্যাম্বিশন’।

উদ্যোক্তারা জানিয়েছেন, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ১৯৯৩ সালে পথ চলা শুরু হয় কুমারটুলি দুর্গোৎসব কমিটির।এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তরুণ ঘোষ, সংগীত শিল্পী সিদ্ধার্থ রায় ওরফে সিধু ,অতনু পাল ও কে কে সিংঘানিয়া সহ বিশিষ্টরা।কেন এমন একটি থিম বেছে নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে গানে গানে।মানুষের নানান এ্যাম্বিশনের নেপথ্যে যে কাহিনী,সেটাই তুলে ধরবে এই পুজো কমিটি, এমনই দাবি উদ্যোক্তাদের।