Thursday, August 28, 2025

গান্ধী জয়ন্তীর আগে ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট! BJP-RSSকে হি.ন্দুত্বের পাঠ পড়ালেন রাহুল

Date:

‘সত্যম শিবম সুন্দরম’। কে প্রকৃত হিন্দু (Hindu)? তিন মন্ত্র উচ্চারণ করে এবার হিন্দুত্বের পাঠ পড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। রাহুলের মতে, যে ব্যক্তি ভয়কে উপেক্ষা করে সবসময় সত্যের পথে চলতে পারে তিনিই প্রকৃত হিন্দু। পাশাপাশি সমস্ত প্রাণীর মধ্যে ভালোবাসার মন্ত্রও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তবে এখানেই শেষ নয়, জীবন ও প্রেমকে আনন্দ ও ভালোবাসার পাশাপাশি ভয়ের সাগরে গা ভাসিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। রবিবার গান্ধী জয়ন্তীর (Gandhi Jayanti) প্রাক্কালে ‘হিন্দুত্ব’ নিয়ে দীর্ঘ পোস্ট করলেন কংগ্রেস নেতা। তিনি এই পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, হিন্দুত্ব মানে শুধু আমিত্ব নয়। শুধু নিজের ধর্মের বা নিজের কথা ভাবার নয়। একজন হিন্দু সবার কথা ভাবতে পারে।

সোনিয়া তনয়ের মতে, সাগরে প্রেম, সংযোগ এবং অপরিসীম সুখ রয়েছে। সেই সঙ্গে সমানভাবে রয়েছে ভয়ও। সকলেই সেই সাগরে সাঁতার কাটছে বলে জানান। বেঁচে থাকার জন্য এই সংগ্রাম যে অত্যন্ত জরুরী তা মনে করেন রাহুল। তাঁর মতে, এই সংগ্রাম যেমন শক্তিশালী, তেমনি পরবির্তনশীল। রাহুলে মতে, এই সাগরে সাঁতার কাটতে গিয়ে প্রতিনিয়ত মৃত্যুর ভয়, ক্ষুধার ভয় এবং কিছু হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে। পাশাপাশি বেশি মাত্রায় রয়েছে প্রত্যাখ্যাত এবং অপদস্ত হওয়ার ভয়ও।

তবে এদিন হিন্দুত্ব বোঝাতে গিয়ে নাম না করে আরএসএস ও বিজেপিকে নিশানা করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। তিনি সাফ জানান, সত্যের উপলব্ধির এই পথ কারোর একার নয়। সবার জন্য এই পথ উন্মক্ত। আর সেই পথে যে কেউ হাঁটতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেকে হিন্দু প্রমাণ করার লক্ষ্যে একাধিক মন্দিরের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। তবে তাতে আখেরে লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাছাড়া আগামীকাল অর্থাৎ সোমবার গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষ্যেই ফের হিন্দুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version