Monday, August 25, 2025

ফের যথেচ্ছ স্বে.চ্ছাচারিতা রাজ্যপালের,এবার প্রাক্তন আইপিএসকে উপাচার্য নিয়োগ!

Date:

ফের যথেচ্ছ স্বেচ্ছাচারিতা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।আলিয়ার উপাচার্য হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএসকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। কিছুদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছেন। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল শিক্ষামহলের অন্দরে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতির পর অবসরপ্রপাপ্ত আইপিএসকে উপাচার্য করলেন বোস।

ছ’টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অচিন্ত্য সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বিবি পারিদা। নিখিল চন্দ্র রায় পেয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে দিলীপ মাইতিকে। অন্য দিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন সিএম রবীন্দ্রন।

এই সিএম রবীন্দ্রনকে নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। রবীন্দ্রন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। ১৯৭৭ ব্যাচের আইপিএস অফিসার তিনি। সিকিমের ডিজিপি হিসাবে সাড়ে পাঁচ বছর দায়িত্ব সামলেছেন। নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের প্রথম সেক্রেটারি ছিলেন তিনি। ইনটেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টরও ছিলেন রবীন্দ্রন। এমনকি সিভি আনন্দ বোসের কর্মযোগী পুরস্কারও পেয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত আমলাকে উপাচার্য হিসাবে নিয়োগ করায় ফের বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। এর আগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাবকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন সিভি আনন্দ বোস।ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ১৩ বিশ্ববিদ্যালয়ে উপচার্য হিসাবে বেশ কয়েকজন অধ্যাপককে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য। ক্ষোভপ্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ওমপ্রকাশ মিশ্র।

 

 

 

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version