Saturday, August 23, 2025

আ.দিবাসীদের উপর আ.ক্রমণ বরদাস্ত নয়! লোকসভা নির্বাচনের আগেই ছত্তিশগড়ে নয়া দল ঘোষণা  

Date:

আদিবাসীদের উপর লাগাতার আক্রমণের জের! চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এবার নতুন দল গঠন করল ছত্তিশড়ের (Chattisgarh) সর্ব আদিবাসী সমাজ (Sarva Adivasi Samaj)। আদিবাসী সমাজের অধিকার সহ একাধিক দাবিদাওয়া রক্ষার লড়াইয়ে কাজ করে এই দল। শনিবার সাংবাদিক বৈঠক করে নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করল সর্ব আদিবাসী সমাজ। নতুন দলের নাম দেওয়া হয়েছে ‘হামার রাজ’ (Hamar Raj)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর তার আগেই একের পর এক আদিবাসী অত্যাচারের ঘটনা সামনে এসেছে দেশের একাধিক প্রান্ত থেকে। সেই তালিকায় নাম জুড়েছে ছত্তিশগড়ের। আর সেকারণেই নতুন দল গঠনের সিদ্ধান্ত সর্ব আদিবাসী সমাজের।

তবে কেন এই নতুন দল গঠনের সিদ্ধান্ত? সর্ব আদিবাসী সমাজের শীর্ষস্থানীয় নেতাদের মতে,হামার রাজ’ একটি রাজনৈতিক মঞ্চ, যে দল সর্ব আদিবাসী সমাজের নির্দেশে সমস্ত কাজ করবে। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্বপালন করবে নতুন এই দল। শনিবার রায়পুরে সাংবাদিক বৈঠক করে একথাই স্পষ্টভাবে জানিয়েছেন এসএএস সভাপতি অরবিন্দ নেতাম। তিনি এদিন সাফ জানান, আরএসএসের কমপক্ষে ৫০ শাখা সংগঠন রয়েছে। আর সেই বিষয় মাথায় রেখেই আমরা আমাদের আদিবাসী সমাজের মঙ্গলার্থে এই নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

পাশাপাশি তিনি আরও জানান, ছত্তিশগড় রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস ও বিজেপি। তবে এরা বিগত ২০ বছরে কখনোই আদিবাসী সমাজের উন্নতিকল্পে কিছুই করেনি। আসলে এই দুটি রাজনৈতিক দল পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই করেনি। তবে আমাদের লড়াই কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আদিবাসী সমাজের পরিচয় বাঁচানোর উদ্দেশে কাজ করবে নতুন সংগঠন হামার রাজ। নতুন দলটি ইতিমধ্যে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। যার মধ্যে ১৯টি আদিবাসী সম্প্রদায় এবং একটি তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। তবে দলের সভাপতি আকবর রাম কোরাম সাফ জানিয়েছেন, আমরা ইতিমধ্যে ৫০ আসন ঠিক করে ফেলেছি। তাঁর আরও অভিযোগ, বিজেপি এবং কংগ্রেস দুই দলই দুর্নীতিতে ডুবে রয়েছে। আদিবাসী সম্প্রদায় এই দুই দলের কার্যকলাপে অত্যন্ত বিরক্ত। তবে আমাদের দলে ব্রাহ্মণ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে স্বাগত।

 

 

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version