Saturday, November 8, 2025

ত.র্জন-গ.র্জনই সার! দিল্লির সঙ্গে টেক্কা দিতে কলকাতায় ‘দিনভর নাটক’ গ.দ্দারের, বিফলে চেষ্টা  

Date:

সোমবার দিল্লির (New Delhi) রাজপথে ‘শান্তিপূর্ণ সত্যাগ্রহ’ কার্যত মোদি সরকারকে (Modi Govt) ব্যাকফুটে ফেলে দিয়েছে। গান্ধী জয়ন্তীর (Gandhi Jayanti) দিন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিল্লির দুয়ারে বাংলার বঞ্চিতরা। তবে এদিন দেশ জুড়ে ছুটির মেজাজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে উত্তাপ বাড়তে শুরু করে রাজধানী শহরে। সারা দেশের ফোকাস ছিল দিল্লির রাজঘাটে। আর সত্যাগ্রহের পাল্টা দিতে এবার কলকাতার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন বঙ্গ বিজেপির (BJP)। সোমবার মেয়ো রোডে (Mayo Road) আবাস যোজনা ইস্যু সহ একাধিক দাবিতে চলে বিক্ষোভ।

দিনকয়েক আগেই নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্যামাক স্ট্রিটের ‘অরাজনৈতিক মিছিলে’ কংগ্রেসের মাথা মোড়ানো নেতা কৌস্তব বাগচির সঙ্গে অশান্তির চেষ্টা করেছিলেন গদ্দার। কিন্তু সেখান থেকে লাভের লাভ কিছুই হয়নি। এরপর বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে বঞ্চিতরা দিল্লির উদ্দেশে রওনা দিলে শত বাঁধা সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে দিল্লির রাজপথে বাংলার বঞ্চিতদের জনসুনামি দেখে কেন্দ্রের পাশাপাশি মাথা খারাপ হওয়ার জোগাড় বঙ্গ বিজেপি নেতাদের। আর সেকারণেই ছলে, বলে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা বিজেপির।

এদিন বিজেপি মহিলা মোর্চার (BJP Mahila Morcha) পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে দিল্লির পাল্টা ধরনা কর্মসূচি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, অসীম সরকার–সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। তবে এদিন মেয়ো রোডের রাস্তায় দৌড়ে বেড়ালেও সব চেষ্টা বিফলে গেল গদ্দার শুভেন্দুর। পাশাপাশি সোমবার বিধানসভার (Assembly) বাইরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। তবে এদিন গান্ধী জয়ন্তীর ছুটি থাকলেও বিধানসভার বাইরে জোর করে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা বিজেপির। সেখানেও বিক্ষোভের নেতৃত্বে ছিলেন শুভেন্দু।

 

 

 

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version