জমি বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, যোগীরাজ্যে মৃত ৬

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ভয়াবহ ঘটনা যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের(UttarPradesh) দেওরিয়া জেলায় রুদ্রপুরের কাছে ফতেপুর গ্রামে একই পরিবারের ৬ জনকে খুন করল দুষ্কৃতীরা। হাড়হিম করা এই ঘটনায় শিউরে উঠেছে পুরো এলাকা। চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দোষীদের অনুসন্ধানের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপুর থানা এলাকার ফতেহপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তিন পক্ষের মধ্যে পুরনো শত্রুতা ছিল। এর জেরে সোমবার সকাল ৭ টা নাগাদ অশান্তির সূত্রপাত ঘটে দুই পরিবারের মধ্যে। মুহূর্তে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এক পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অন্য পক্ষ। জানা গিয়েছে, ৫ জনকে গুলি করে ঘটনাস্থলেই মেরে ফেলা হয়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুটি শিশু এক মহিলা এবং এক পুরুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট, এসপি সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে যান। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।