পুরনো বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে ছাদ চা.পা পড়ে মৃ.ত্যু শ্রমিকের

পুরনো বাড়ি সারাইয়ের কাজ করতে গিয়ে ছাদ চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক নির্মাণশ্রমিকের। বাড়িটি ভাঙার কাজ চলার সময় ছাদ খসে আচমকা নীচে দাঁড়িয়ে থাকা শ্রমিকের গায়ে পরে যায়। ধ্বংসাবশেষের নীচে আটকে যান শ্রমিক। ছাদ ভাঙার আওয়াজে এলাকাবাসী ছুটে এলেও সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি ওই শ্রমিককে। পরে মাটি কাটার যন্ত্র দিয়ে তাঁকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটে আপ-কংগ্রেস কাজিয়া, মুখ খুললেন সপা প্রধান অখিলেশ
রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙা থানার মাঝপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম মোমিন শেখ। পুরনো বাড়ি ভাঙার কাজ চলাকালীন বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ।দ্রুত তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শ্রমিকের মৃতদেহ নিয়ে তারা ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
মৃতের সহকর্মী রকিবুল মণ্ডল বলেন, ‘‘আমরা উপরে ভাঙার কাজ করছিলাম। মমিন নীচে ছিল। পিলার ভাঙার কাজ করছিল। হঠাৎই ছাদ ধসে যায়। অনেক চেষ্টা করেও ওকে আমরা বাঁচাতে পারিনি।’’