Wednesday, August 27, 2025

অভিষেককে নিয়ে গ.দ্দারের উল্টো সুর সঙ্ঘের মুখপত্রে! বি.পাকে বঙ্গ বিজেপি

Date:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে বা আরএসএস এবার বঙ্গ বিজেপি নেতাদের রাজনৈতিক ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত সঙ্ঘের পত্রিকা ‘স্বস্তিকা’-র একটি নিবন্ধ সরাসরি দলবদলু গদ্দার অধিকারী সহ বাংলার বিজেপি নেতাদের মিথ্যাচার নিয়ে সওয়াল করেছে। সঙ্ঘের মুখপত্রে দাবি, “অনেকের কাছে মূল সমস্যা, অভিষেক কেন জেলের বাইরে? এটা অবান্তর চিন্তা। তদন্তকারীদের মতে গ্রেফতার তদন্তের একটি অংশ। পুরো তদন্ত নয়। মনে হয় এই একমুখী ভাবনা এখানকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখছে।” যে সংগঠনের আদর্শ নিয়ে গোটা দেশে বিজেপি দলটা চলে, তারাই যদি এ রাজ্যের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে জনমানসে তার প্রভাব নিয়েই যথেষ্ট চিন্তিত গেরুয়া শিবির।

খুব তাৎপর্যপূর্ণভাবে এই বিতর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর এখনই সঙ্ঘের পত্রিকায় এমন একটি নিবন্ধ প্রকাশিত হওয়ায় চরম বিপাকে পড়েছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন নেতারা। এক্ষেত্রে গদ্দার অধিকারীর নাম না নেওয়া হলেও লেখার একটি অংশে সরাসরি তাকে তুলোধনা করা হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিরোধী দলনেতা হতাশায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়েছে এই নিবন্ধে। লেখা হয়েছে, “ইডি, সিবিআই নিয়ে বিরোধী দলনেতার হতাশাকে মান্যতা দিতেই হবে। তার মানে এই নয় যে, তদন্তকারীরা তদন্ত বন্ধ করে দিয়েছেন বা উঁচুতলার রাজনৈতিক চাপে ভেঙে পড়েছেন। এ সব আজগুবি তত্ত্ব?”

আরও পড়ুন- বিজেপির নেতা মন্ত্রীদেরও বাংলায় আসতে হবে, ধরনা মঞ্চে তো.প সৌগতর

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version