Wednesday, August 27, 2025

মঙ্গলবার এশিয়ান গেমসে জোড়া সোনার পদক ভারতের ঝুলিতে। প্রথমে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনার পদক জয় করেন পারুল চৌধুরী। সন্ধ্যায় মহিলাদের জ‍্যাভলিনে ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি।

এদিন ৫০০০ মিটারের দৌড়ের পরে জ্যাভলিনে এল সোনা। জিতলেন অন্নু রানি। ৬২.৯২ মিটার ছুড়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। জ্যাভলিনের ফাইনালে প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন শ্রীলঙ্কার নাদিশা দিলশান। চিনের লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু দুরন্ত লড়াই করেন অন্নু। তখনও তিনটি শট বাকি ছিল ভারতীয় অ্যাথলিটের। নিজের চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। সবাইকে টপকে যান তিনি।

এদিকে ভারতকে আরও একটি সোনা এনে দেন পারুল চৌধুরী।ফাইনালে ভারতের বড় ভরসা ছিলেন পারুল। শুরু থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে জায়গা করে নেন পারুল।  শুরুতে সবাই নিজেদের দম ধরে রেখে দৌড়চ্ছিল। শেষ ৫০ মিটারে গতি বাড়ান পারুল। এক নম্বরে প্রতিযোগিতা শেষ করে সোনা জেতেন পারুল।

এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ফের ভারতকে গর্বিত করলেন বিথ্যা রামরাজ। মঙ্গলবার মেয়েদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। ছেলেদের ৮০০ মিটার দৌড়ে রুপোর পদক জয় মহম্মদ আফসলের। ছেলেদের ত্রিপিল জ‍্যাম্পে ব্রোঞ্জ পদক জয় ভারতের প্রবীণের। ডেকাথলনে রুপো জয় তেজস্বী শঙ্করের।

আরও পড়ুন:৪ বছর পর দেখা হবে পাকিস্তান থেকে খেলতে আসা জামাইয়ের সঙ্গে, তর সইছে না ভারতীয় শ্বশুরের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version