Monday, August 25, 2025

২০২৩-এর ‘বেস্ট ইন শো, ডবল গোল্ড’ শিরোপা পেল ভারতের তৈরি হুইস্কি ‘ইন্দ্রি’। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পিছনে ফেলে এই শিরোপা জিতে নিয়েছে ‘ইন্দ্রি’। ভারতের হরিয়ানায় তৈরি হয় এই হুইস্কি।
প্রতি বছর বিশ্বজুড়ে ১০০ ধরনেরও বেশি হুইস্কি মূল্যায়ন করা হয়। নামীদামি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কচ, বারবন, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্ট থাকে সেই তালিকায়। এসব কিছুকে ছাপিয়ে 2023 Whiskies of the World Awards জিতে নিয়েছে ভারতের সিঙ্গল মল্ট ইন্দ্রি হুইস্কি।ইন্দ্রি হল ভারতের হরিয়ানায় অবস্থিত পিকাডিলি ডিস্টিলারিজের তৈরি স্থানীয় হুইস্কি।মাত্র দুবছর আগে ২০২১ সালে ইন্দ্রি হুইস্কি পথ চলা শুরু করে। ট্রিপল-ব্যারেলের এই সিঙ্গল মল্ট ইন্দ্রি-ত্রিনি নামে পরিচিত। গত দু’বছরে এই হুইস্কি ১৪টিরও বেশি আন্তর্জাতিক প্রশংসাপত্র ঝুলিতে ভরেছে। আর এখন বিশ্বজুড়ে হুইস্কির রাজত্বে‌ রাজ করছে ইন্দ্রি। বিশেষত সিঙ্গল মল্ট হুইস্কির তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘ইন্দ্রি’।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই সিঙ্গল মল্ট মদ ছ’সারির বার্লি দিয়ে তৈরি করা হয়। ভারতের ঐতিহ্যবাহী তামার পাত্র ব্যবহার করা হয় ইন্দ্রি তৈরিতে। এছাড়া এতে থাকে শুকনো ফল, বাদাম, মশলা, ওক, বিটারসুইট চকোলেট এবং আরও অনেক কিছু। ইন্দ্রি ট্রিপল-এজিং হুইস্কি, যা তিনটি ভিন্ন ধরনের পাত্রে তৈরি করা হয়। ফল, মশলা ও বাদামের সংমিশ্রণে ইন্দ্রির স্বাদও অনন্য। তার সঙ্গে উত্তর ভারতের আবহাওয়ায় গাঁজন হওয়ায় এই সিঙ্গল মল্টের স্বাদ আরও বেড়ে গিয়েছে, বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
‘ইন্দ্রি’ সিঙ্গল মল্টের ৭৫০ এমএল বোতলের দাম প্রায় ৩৯৪০ টাকা। ইন্দ্রি-ত্রিনি এখন ভারতের ১৯টি রাজ্যে পাওয়া যায়। পাশাপাশি বিশ্বের ১৭টি দেশেও ‘ইন্দ্রি’ হুইস্কি পাওয়া যায়। অ্যাওয়ার্ড জেতার পর আগামী নভেম্বর মাস থেকে ভারতের সব রাজ্যেই আপনি ‘ইন্দ্রি’ হুইস্কির স্বাদ নিতে পারবেন। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্দিষ্ট কিছু দেশেও পাওয়া যাবে ইন্দ্রি হুইস্কি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version