Sunday, November 16, 2025

২০২৩-এর ‘বেস্ট ইন শো, ডবল গোল্ড’ শিরোপা পেল ভারতের তৈরি হুইস্কি ‘ইন্দ্রি’। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পিছনে ফেলে এই শিরোপা জিতে নিয়েছে ‘ইন্দ্রি’। ভারতের হরিয়ানায় তৈরি হয় এই হুইস্কি।
প্রতি বছর বিশ্বজুড়ে ১০০ ধরনেরও বেশি হুইস্কি মূল্যায়ন করা হয়। নামীদামি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কচ, বারবন, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্ট থাকে সেই তালিকায়। এসব কিছুকে ছাপিয়ে 2023 Whiskies of the World Awards জিতে নিয়েছে ভারতের সিঙ্গল মল্ট ইন্দ্রি হুইস্কি।ইন্দ্রি হল ভারতের হরিয়ানায় অবস্থিত পিকাডিলি ডিস্টিলারিজের তৈরি স্থানীয় হুইস্কি।মাত্র দুবছর আগে ২০২১ সালে ইন্দ্রি হুইস্কি পথ চলা শুরু করে। ট্রিপল-ব্যারেলের এই সিঙ্গল মল্ট ইন্দ্রি-ত্রিনি নামে পরিচিত। গত দু’বছরে এই হুইস্কি ১৪টিরও বেশি আন্তর্জাতিক প্রশংসাপত্র ঝুলিতে ভরেছে। আর এখন বিশ্বজুড়ে হুইস্কির রাজত্বে‌ রাজ করছে ইন্দ্রি। বিশেষত সিঙ্গল মল্ট হুইস্কির তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘ইন্দ্রি’।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই সিঙ্গল মল্ট মদ ছ’সারির বার্লি দিয়ে তৈরি করা হয়। ভারতের ঐতিহ্যবাহী তামার পাত্র ব্যবহার করা হয় ইন্দ্রি তৈরিতে। এছাড়া এতে থাকে শুকনো ফল, বাদাম, মশলা, ওক, বিটারসুইট চকোলেট এবং আরও অনেক কিছু। ইন্দ্রি ট্রিপল-এজিং হুইস্কি, যা তিনটি ভিন্ন ধরনের পাত্রে তৈরি করা হয়। ফল, মশলা ও বাদামের সংমিশ্রণে ইন্দ্রির স্বাদও অনন্য। তার সঙ্গে উত্তর ভারতের আবহাওয়ায় গাঁজন হওয়ায় এই সিঙ্গল মল্টের স্বাদ আরও বেড়ে গিয়েছে, বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
‘ইন্দ্রি’ সিঙ্গল মল্টের ৭৫০ এমএল বোতলের দাম প্রায় ৩৯৪০ টাকা। ইন্দ্রি-ত্রিনি এখন ভারতের ১৯টি রাজ্যে পাওয়া যায়। পাশাপাশি বিশ্বের ১৭টি দেশেও ‘ইন্দ্রি’ হুইস্কি পাওয়া যায়। অ্যাওয়ার্ড জেতার পর আগামী নভেম্বর মাস থেকে ভারতের সব রাজ্যেই আপনি ‘ইন্দ্রি’ হুইস্কির স্বাদ নিতে পারবেন। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্দিষ্ট কিছু দেশেও পাওয়া যাবে ইন্দ্রি হুইস্কি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version