Wednesday, November 12, 2025

মিশন বেঙ্গালুরু, সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য কুয়াদ্রাতের

Date:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার অ্যাওয়ে ম্যাচ কান্তিরাভা স্টেডিয়ামে। ক্লেটন সিলভার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার মিশন বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসি প্রথম দুই ম্যাচ হারলেও তাদের নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বেঙ্গালুরু সুনীল ছেত্রী, সুরেশ সিংকে পাচ্ছে এই  ম্যাচে। সুনীলদের সঙ্গে এশিয়ান গেমসে খেলে আসা সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে পাচ্ছে ইস্টবেঙ্গলও। ফলে কান্তিরাভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

বেঙ্গালুরু কুয়াদ্রাত, ক্লেটন সিলভার পুরনো দল। ইস্টবেঙ্গল কোচের কাছে তাই স্পেশাল ম্যাচও।বেঙ্গালুরু রওনা হওয়ার আগে সোমবার ইস্টবেঙ্গল কোচ ও ডিফেন্ডার জোস পারদো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে কুয়াদ্রাত বলেন, “বেঙ্গালুরু ওদের খেলার সিস্টেম বদলেছে। প্রথম দুই ম্যাচ হারলেও ওদের ডিফেন্স এবার বেশ জমাট। সুনীল, সুরেশ ফিরছে।আমরাও পাব লালচুংনুঙ্গাকে। ওরা নিজেদের মাঠে খেলবে। চাপ বেঙ্গালুরুর উপর থাকবে। তবে আমরা চাপমুক্ত থেকে তিন পয়েন্ট আনতে চাই।”

জর্ডন এলসের পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি সেন্টার ব্যাক মাহের দলের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি খেলতে পারেন। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “স্পেশাল ম্যাচ। নিশু, মন্দার, ক্লেটনদের ওখানে আমি পেয়েছি। বেঙ্গালুরুর সমর্থকরাও আমাকে মনে রেখেছে। তবে পেশাদারদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়।”

আরও পড়ুন:দুরন্ত শতরান যশস্বীর, এশিয়ান গেমসের সেমিতে ভারত

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version