দিল্লি পুলিশও INDIA জোটকেই ভোট দেবেন: পুলিশি হেন.স্থা নিয়ে তীব্র ক.টাক্ষ কুণালের

২ অক্টোবর রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহে প্রবল উত্যক্ত করেছে অমিত শাহর পুলিশ। মঙ্গলবার, যন্তরমন্তরের ধর্না কর্মসূচি থেকে সেই পুলিশকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, পুলিশ আমাদের কথা শুনছে। রাজঘাটে সত্যাগ্রহ থেকে আপনারা আমাদের বের করে দিয়েছেন। কিন্তু এই প্রতিবাদ সভার কথা শোনার পরে আপনারাও ইন্ডিয়া জোটকে ভোট দেবেন আশা করি।

কুণাল বলেন, ঝড়-বৃষ্টির মধ্যে নবজোয়ার যাত্রা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমাদের ১০০ দিনের টাকা পাওনা। ১০ লক্ষ ৫০ হাজার কোটি টাকা পাওনা। দিল্লির রাজপথে বাংলা মানুষ উপচে পড়েছে। তৃণমূল মুখপাত্র বলেন, পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া। পেয়াজ, টমেটো-সহ সবজির অগ্নিমূল্য। এর বিরুদ্ধেই আন্দোলন করছি। কিন্তু আমাদের জন্য বরাদ্দ পুলিশের লাঠি।

এরপরেই কুণাল (Kunal Ghosh) বলেন, দিল্লি পুলিশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। আমাদের আশা, এই কথা শোনার পরে আপনারা ভোট ইন্ডিয়া জোটকেই দেবেন। এরপরেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন কুণাল। বলেন, “বিজেপি যাকে বলেছিল চোর, সেই গদ্দার হল নেতা। গদ্দারের পিছনে যখন এজেন্সি লাগল তখন সেই নেতা বিজেপিতে চলে গেল।“