Monday, November 10, 2025

মুখ্যমন্ত্রীর পুজো উপহার, রাজ্যের আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার!

Date:

একুশের বিধানসভা ভোটের পরই নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে ওই বছরই দুর্গা পুজোর ঠিক আগে বাংলার দেড় কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর আর্থিক অনুদান পাঠাতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর মাত্র দু’বছরেই এই প্রকল্পের প্রাপক সংখ্যা ছাড়াচ্ছে ২ কোটির গণ্ডি। জানা গিয়েছে, সেপ্টেম্বরে যে ‘দুয়ারে সরকার’ শিবির হয়েছিল, তার মাধ্যমে এই প্রকল্পে আরও ৯ লক্ষ নতুন আবেদনকারী মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করা নতুন এই ৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা পাঠানো শুরু হবে। এবার পুজোয় এটাই মুখ্যমন্ত্রীর তরফে অন্যতম উপহার হতে চলেছে!

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন সুবিধা পাচ্ছেন। নতুন করে ৯ লক্ষ যুক্ত হলে, তা ২ কোটি ছাড়াবে। একটি প্রকল্পের উপভোক্তা সংখ্যার নিরিখে লক্ষ্মীর ভান্ডার রেকর্ড সৃষ্টি করবে। অন্যদিকে,নতুন নিয়মে আবার এঁদের বয়স ৬০ পেরোলেই একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে থাকবেন এই ৯ লক্ষ উপভোক্তা।

প্রসঙ্গত, এই প্রকল্পের অধীন তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা পান প্রতি মাসে ১ হাজার টাকা, আর বাকিরা ৫০০ টাকা করে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতি মাসে রাজ্যের কোষাগার থেকে খরচ হতো প্রায় ১০৯০ কোটি টাকা। নতুন করে ৯ লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় প্রকল্প বাবদ প্রতিমাসে আরও ৪৫ কোটি টাকা খরচ বাড়বে। অর্থাৎ, এক বছরে এই খাতে মোট খরচ গিয়ে দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকায়।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version