Friday, August 22, 2025

ধাপ্পাবাজ BJP সরকারের একটা কথাও বিশ্বাস করবেন না: মহুয়া মৈত্র

Date:

“আজ যে ঘটনা বাংলার মানুষের সঙ্গে ঘটছে, কাল বাকি রাজ্যগুলির সঙ্গেও তা ঘটবে। সাধারণ গরিব মানুষগুলির সঙ্গে প্রতারণা করাই এদের কাজ। এই বিজেপি সরকারের(BJP Govt) একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।” মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এভাবেই কড়া সুরে বিজেপিকে(BJP) আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)।

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে তৃণমূলের সমাবেশ থেকে মহুয়া বলেন, “ওরা মাথাপিছু পুলিশ দিয়েছে। কিন্তু পুলিশ জানে না আমরা এখানে কেন এসেছি? আজও বহু মানুষকে এখানে ঢুকতে দেয়নি ওরা। তবে আপনারা যারা এখানে ঢুকতে পারেননি যেখানে রয়েছেন সেখানেই মানুষকে বোঝান আমরা এখানে কেন এসেছি। আজ ওরা আমাদের সঙ্গে যেটা করছে কাল আপনাদের সঙ্গেও করবে। ব্রাহ্মণ ভাবছে দলিতকে বলছে, আমি কেন প্রতিবাদ করব? হিন্দুরা ভাবছে মুসলিমকে বলছে, আমি কেন? মুসলিম ভাবছে শিয়াদের বলছে আমিতো সুন্নি। আজ ওরা যা করছে কাল আপনার সঙ্গে তা হবে।” এরপর মহুয়া বলেন, “কাজ করার পর যদি টাকা না দেওয়া হয় তাহলে সে কী করবে? আমরা এখানে ভিক্ষে করতে আসিনি, হকের দাবি আদায়ে এসেছি। ১০০ দিনের কাজে সাড়ে ৬ হাজার কোটি টাকা কাজ করার পর আটকে দিয়েছে। সাড়ে ৮ হাজার কোটি আবাসের টাকা আটকে, সড়ক, বিধবাভাতা সব আটকে দিয়েছে। এই লড়াই শুধু বাংলার মানুষের জন্য নয়, গোটা দেশের জন্য। কারণ আপনাদের সঙ্গেও এমনটা করবে ওরা। যারা মানুষকে বঞ্চিত করে তাঁদের কি একটা ভোটও পাওয়া উচিৎ? ধাপ্পাবাজ বিজেপি সরকারের একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।”

এছাড়া মণিপুর প্রসঙ্গ তুলেও নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “এত মাস ধরে মণিপুর রাজ্যটা জ্বলছে। একটা রাজ্য দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা শুধু বিষয়টা নিয়ে সংসদে ডিবেট চেয়েছিলাম। কিন্তু মোদি সংসদ থেকে ল্যাজ গুটিয়ে পালালেন। এরপর অনাস্থা আনায় একতরফা নিজে বকে চলে গেলেন।”

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version