অভিষেকের জন্য মোদি-শাহের মনে ক.ম্পন ধরেছে: ধ.রনা মঞ্চে তো.প অরূপের

ওঁরা ভেবেছিল, ট্রেন বাতিল করে, বিমান বাতিল করে তৃণমূলকে আটকাবে। কিন্তু অভিষেক বাঘের বাচ্চা, কর্মসূচি করে দেখিয়ে দিয়েছে।

১০০ দিনের কাজ সহ একাধিক বকেয়ার দাবিতে দিল্লিতে টানা দুদিনের কর্মসূচি তৃণমূলের। আর তা আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত যন্তর মন্তরে অনুষ্ঠিত হল। এদিন ধরনা মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, দেখলাম, অনেকে বলছেন দিল্লিতে ভূমিকম্প হয়েছে। ওটা আসলে ভূমিকম্প নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মোদি-শাহের মনের কম্পন। ওঁরা ভেবেছিল, ট্রেন বাতিল করে, বিমান বাতিল করে তৃণমূলকে আটকাবে। কিন্তু অভিষেক বাঘের বাচ্চা, কর্মসূচি করে দেখিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, এটা ঐতিহাসিক সভা।কিছু মানুষ বাংলায় জন্মেছেন কিন্তু বাংলার মানুষকে পেটে লাথি মারতে চাইছেন।এদের বাংলায় কোনও জায়গা হবেনা। বাংলায় বিজেপি নেতাদের কোনও জায়গা হবে না।আপনাদের বাংলায় আসতে হবে, এটা মনে রাখবেন।

 

Previous articleপুজোর আগেই কর্মচারীদের বেতন দেবে রাজ্য সরকার!
Next article“হকের দাবি দিল্লির বুকে প্রতিষ্ঠা করতেই আমাদের ধর্ণা”, যন্তরমন্তরে বললেন কাকলি