Thursday, December 4, 2025

ধ.র্মগ্রন্থের কপিরাইট নিয়ে বড় নির্দেশ আদালতের! সোশ্যাল মিডিয়াতেও কনটেন্ট ব্লকের সিদ্ধান্ত

Date:

Share post:

ধর্মগ্রন্থ (scriptures) নিয়ে ছেলেখেলা নয়। এবার কড়া নির্দেশ আদালতের (Delhi High court)। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে ভগবদগীতার (Bhagwat Geeta) মতো ধর্মগ্রন্থের কোনও কপিরাইট (Copyright) নেই। সেই সুযোগ নিয়ে যাহোক কিছু একটা লিখে দেওয়া বা ধর্মগ্রন্থের তথ্যের বিকৃতি করা কোনভাবেই বরদাস্ত করা হবে না। এদিন আদালত জানায় ইসকন (ISCON) প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের তৈরি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের বই-পত্র বা এই জাতীয় কোনও কিছুর যথেচ্ছ ব‌্যবহার করা যাবে না। এর পাশাপাশি google আর মেটাকেও এই সংক্রান্ত কনটেন্ট বা লিঙ্ক অবিলম্বে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি আদালত জানিয়েছে যে, ধর্মগ্রন্থগুলির উপর কপিরাইট না থাকলেও, তার উপর ভিত্তি করে যা তৈরি হয়েছে যেমন রামানন্দ সাগরের ‘রামায়ণ’ কিংবা বি আর চোপড়ার ‘মহাভারত –এগুলির জাল বা নকল রুখতে কপিরাইট ন‌্যস্ত হবে। এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে, তাই কোনভাবেই বিষয়টিকে হালকা করে দেখতে চাইছে না আদালত। ধর্মগ্রন্থের যেকোনও অংশ নিজের মতো করে ছবি বা ভিডিও আকারে কিংবা অডিও মাধ্যমে ব্যবহার করা যাবে না।নকল বা জাল হওয়া রুখতে এমনই নির্দেশ দিয়েছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিং।ওয়েবসাইট-মোবাইল অ‌্যাপ্লিকেশন, ওয়েবলিঙ্ক, ইনস্টাগ্রাম-ফেসবুক পোস্ট বা সোশ‌্যাল মিডিয়ায় যে কোনও মাধ‌্যমে এরকম ঘটনা দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চারপাশে যেভাবে কপিরাইট লঙ্ঘন করে বই জালিয়াতি শুরু হয়েছে, তার প্রেক্ষিতে আদালতের এই নির্দেশ বলেই মনে করা হচ্ছে।

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...