Wednesday, August 27, 2025

অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি প্রাক্তন উপাচার্যদের

Date:

সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত অর্থেই অর্ডিন্যান্সের নিয়ম (Rules of Ordinance) মানার দাবি তুলে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইন্দুমতি সভাগৃহে (Indumati Sabhagriha) এক প্রেস কনফারেন্সের আয়োজন করে দ্য এডুকেশনিস্ট’স ফোরাম (The Educationists Forum)। ফোরামের তরফে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। ফোরামের তরফে ওম প্রকাশ মিশ্র জানান, অর্ডিন্যান্স অনুযায়ী, সার্চ কমিটিতে পাঁচ পক্ষ থেকে নামের তালিকা থাকে। সেই পাঁচ পক্ষ হল রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী। তবে বিতর্কের জেরে এবার সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার দায়িত্ব নিয়েছে। আর সেখানে তিন পক্ষের কথা বলা হয়েছে। এর প্রতিবাদে সরব প্রাক্তন উপাচার্যরা ।

রাজ্যপালের ইচ্ছেমতো এখানে ওখানে উপাচার্য নিয়োগের বিরোধিতায় এদিন সরব হন ফোরামের সদস্যরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা আইন আছে। সেই মতো আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আচার্য সেই আইনের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি বলেন বিধানসভায় যে অর্ডিন্যান্সের পাশ হয়ে আইন তৈরি হয়েছে সেই মতোই কাজ করতে হবে। উচ্চ শিক্ষায় কোনও খামখেলালিপনা বরদাস্ত করা হবে না। এর আগেও রাজ্যপাল যেভাবে উপাচার্য নিয়োগ করে চলেছেন তারই বিরুদ্ধাচরণ করতে দেখা গিয়েছিল প্রাক্তন উপাচার্যদের। তাঁরা বলছেন এই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এখন সেই দিকেই তাকিয়ে থাকবে ফোরাম।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version