নির্ধারিত ট্রেন শেষে বাতিল, তা সত্ত্বেও দাবি আদায়ে বিপুল সমাগম: তৃণাঙ্কর

নির্ধারিত ট্রেন শেষে বাতিল, তা  সত্ত্বেও বাসে করেও দিল্লিতে এসেছেন বাংলার বঞ্চিত মানুষ। সকলকে কৃতজ্ঞতা জানাই। মঙ্গলবার, যন্তরমন্তরে তৃণমূলের সমাবেশে একথা বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য (Trinankur Bhattacha)।

তৃণাঙ্কুরের (Trinankur Bhattacha) কথায়, তৃণমূলের সমাবেশে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে টলমল করছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্য পাওনার দাবি জানিয়েছেন। ২০২০-র পর থেকে ৬৫ লক্ষ মানুষ ১০০ দিনের আওতাভুক্ত। প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রীর সঙ্গে র সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হয়েছে। ১০০ দিনের টাকা বাংলা যাতে না পায় তার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। দুর্নীতির প্রমাণ দিতে পারেনি এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় না হলে, এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে।

 

 

Previous articleটানা বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর! জল ছাড়ছে ডিভিসিও, বঙ্গে বন্যার আশ.ঙ্কা
Next articleদিঘায় ‘দৈত্যা.কার’ কই ভোলা! নিলামে উঠল চড়া দাম