Friday, January 23, 2026

বকেয়া আদায় না করে তৃণমূল থামবে না, যন্তর মন্তরে জানালেন সাংসদরা

Date:

Share post:

বাংলার মানুষের প্রাপ্য আটকে রেখে কেন্দ্র সরকারের জবরদস্তি চলবে না। বাংলা থেকে ট্যাক্স এবং জিএসটি বাবদ লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র সরকার। কিন্তু বাংলার পাওনা টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি সরকার (BJP Government)। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার ন্যায্য পাওনার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আহ্বানে বাংলার মানুষ দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছেন। মোদি সরকারের (Modi Government) থেকে এই টাকা আদায়ে বাংলার মানুষ লড়াই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব (TMC)। মঙ্গলবার দিল্লিতে ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ সামিরুল ইসলাম(Samirul Islam), সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal), সাংসদ প্রকাশ চিক বরাইক। একইসঙ্গে তাঁরা জানালেন বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই।

দোলা সেন জানান, দুর্নীতি থাকলে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষ যে টাকা পায় তা দিন। দেশের আইন রয়েছে ১৫ দিনের মধ্যে মাইনের টাকা দিতে হয়। ২ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন। এই বেআইনি কাজের জন্য আমরা মোদি সরকারকে ধিক্কার জানাই। পৃথিবীর ইতিহাসে মানুষের লড়াই শেষ কথা। প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘লড়াই করো, লড়াই করো’ গান গেয়ে নিজের বক্তৃতা শেষ করেন সাংসদ।

প্রকাশ চিক বরাইক বলেন, সাধারণ মানুষকে কুর্ণিশ জানাই। যারা এই লড়াইয়ে রয়েছেন। আমরা এই লড়াইকে স্বাগত জানাই। বাংলার টাকা ফেরত দেওয়ার আবেদনও করলেন এদিন সাংসদও।

সাংসদ প্রতিমা মণ্ডল জানান, ১০০ দিনের কাজে নানান রকম মানুষ যুক্ত থাকেন। তথ্য বলছে বাংলার লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন এবং কোটি কোটি টাকা বাকি আছে। কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র সংসদ ভবন তৈরি করেছে। সেখানে উদ্বোধনীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে ডাকেননি। পিছিয়ে পড়া মানুষকে কেন্দ্র ডাকে না।

সাংসদ সামিরুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালে বাংলার মানুষ তাড়িয়েছিল বিজেপিকে। তার রাগের কারণ। ১০০ দিনের কাজের টাকায় লক্ষ লক্ষ মানুষের সংসার চলত। তৃণমূলের এই লড়াই গরিব মানুষের লড়াই। এই লড়াই চলবে।

spot_img

Related articles

বসন্ত পঞ্চমীতে সামান্য কমলো তাপমাত্রা, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ 

শীতের দাপট নেই, সরস্বতী পুজোর সকাল (Saraswati Puja weather) থেকে সেজেগুজে চুটিয়ে ঠাকুর দেখা আর হুল্লোড়ের মুডে কচিকাঁচারা।...

দিল্লি ‘ধর্ষণের রাজধানী’, আইনশৃঙ্খলা নিয়ে মোদি -শাহকে তোপ অভিষেকের

রাজধানীতে এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ার সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

T20 WC: বয়কট করেও নয়া আবেদন বাংলাদেশের, সূচি অনুসারে ম্যাচ হবে ইডেনে?

ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ(T20 World Cup) বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আইসিসি(ICC)  ভেন্যু বদল করার সিদ্ধান্ত খারিজ করে ...

ছিটকে গেল ‘হোমবাউন্ড’, অস্কারের দৌড়ে ফের ব্রাত্য ভারতীয় ছবি 

ভারতীয় পরিচয় শ্রমিকদের কাহিনী নিয়ে নীরজ ঘাওয়ান তৈরি করেছিলেন ‘হোমবাউন্ড' (Homebound) । কান চলচ্চিত্র উৎসবে এ ছবি দেখে...