Wednesday, August 27, 2025

বাংলার মানুষের প্রাপ্য আটকে রেখে কেন্দ্র সরকারের জবরদস্তি চলবে না। বাংলা থেকে ট্যাক্স এবং জিএসটি বাবদ লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র সরকার। কিন্তু বাংলার পাওনা টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি সরকার (BJP Government)। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার ন্যায্য পাওনার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আহ্বানে বাংলার মানুষ দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছেন। মোদি সরকারের (Modi Government) থেকে এই টাকা আদায়ে বাংলার মানুষ লড়াই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব (TMC)। মঙ্গলবার দিল্লিতে ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ সামিরুল ইসলাম(Samirul Islam), সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal), সাংসদ প্রকাশ চিক বরাইক। একইসঙ্গে তাঁরা জানালেন বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই।

দোলা সেন জানান, দুর্নীতি থাকলে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষ যে টাকা পায় তা দিন। দেশের আইন রয়েছে ১৫ দিনের মধ্যে মাইনের টাকা দিতে হয়। ২ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন। এই বেআইনি কাজের জন্য আমরা মোদি সরকারকে ধিক্কার জানাই। পৃথিবীর ইতিহাসে মানুষের লড়াই শেষ কথা। প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘লড়াই করো, লড়াই করো’ গান গেয়ে নিজের বক্তৃতা শেষ করেন সাংসদ।

প্রকাশ চিক বরাইক বলেন, সাধারণ মানুষকে কুর্ণিশ জানাই। যারা এই লড়াইয়ে রয়েছেন। আমরা এই লড়াইকে স্বাগত জানাই। বাংলার টাকা ফেরত দেওয়ার আবেদনও করলেন এদিন সাংসদও।

সাংসদ প্রতিমা মণ্ডল জানান, ১০০ দিনের কাজে নানান রকম মানুষ যুক্ত থাকেন। তথ্য বলছে বাংলার লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন এবং কোটি কোটি টাকা বাকি আছে। কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র সংসদ ভবন তৈরি করেছে। সেখানে উদ্বোধনীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে ডাকেননি। পিছিয়ে পড়া মানুষকে কেন্দ্র ডাকে না।

সাংসদ সামিরুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালে বাংলার মানুষ তাড়িয়েছিল বিজেপিকে। তার রাগের কারণ। ১০০ দিনের কাজের টাকায় লক্ষ লক্ষ মানুষের সংসার চলত। তৃণমূলের এই লড়াই গরিব মানুষের লড়াই। এই লড়াই চলবে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version