Thursday, December 18, 2025

এশিয়ান গেমসে আরও এক সোনা, তিরন্দাজিতে বাজিমাত ভারতের!

Date:

Share post:

বুধবারের সকাল থেকেই পদক জয়ের রেকর্ড তৈরি করতে শুরু করে ভারত। এবারে ১০০ পদকের লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ নেয় ভারত। বুধবার সকালেই এশিয়ান গেমসে (Asian Games 2023) আরও একটি সোনা জিতে সর্বকালের রেকর্ড গড়ল ভারত। আজ তিরন্দাজিতে (gold in archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে (Jyoti Surekha and Ojas Deotale) । কমপাউন্ড মিক্সড ইভেন্টে (Compound Mixed Event) দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। যার ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৭১-এ। এশিয়ান গেমসে এটাই ভারতের সর্বাধিক পদক। এর আগে ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জেতে দেশ। সেই রেকর্ড ভেঙে তৈরি হল নয়া পরিসংখ্যান।

জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। এদিন কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। এ ভাবে মোট ১৬০ পয়েন্টের খেলা হয়। প্রতিপক্ষ কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।সোনা জিততে হলে শেষ রাউন্ডে ভারতের দুই প্রতিযোগীকেই ২০ স্কোর করতে হত। সেই কাজটা খুব একটা কঠিন ছিল না। ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে জ্যোতি, ওজাস এদিন দেশকে আরও একটি সোনা এনে দেন।এ বারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...