Wednesday, August 27, 2025

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানীদের বিক্ষোভ, পুড়ল তেরঙ্গা

Date:

কানাডার(Canada) পাশাপাশি এবার খালিস্তানিদের(Khalistan) দৌরাত্ম দেখা গেল লন্ডনে(London)। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদের নামে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো একদল খালিস্তানি উগ্রবাদী। ভারতের জাতীয় পতাকায় গোমূত্র ঢালার পাশাপাশি পোড়ানো হল তেরঙ্গা। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি গুরচরণ সিংয়ের নেতৃত্বে আন্দোলনের নামে ব্রিটেনে এই ঘটনা ঘটিয়েছে ডাল খালসা নামে এক খালিস্তানি সংগঠন।

জানা গিয়েছে, ২ অক্টোবর লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানিদের এই আন্দোলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধেও স্লোগান দেয় খালিস্তানিরা। তাঁকে গোমূত্র খেতে বলা হয়। পাশাপাশি চলতে থাকে ভারত বিরোধী স্লোগান। এই সবকিছুর মাঝেই দেশের জাতীয় পতাকায় গোমূত্র ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি লাগামছাড়া হতেই খালিস্তানি জঙ্গি গুরচরণ সিং ও তাঁর সাঙ্গোপাঙ্গদের সেখান থেকে সরিয়ে দেয় লন্ডন পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গুরচরণ সিং-এর পাশাপাশি এই জঙ্গি আন্দোলনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা পরমজিৎ সিং পাম্মাকে। এই পাম্মা খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর সদস্য। কানাডায় হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল এই জঙ্গি নেতা।

উল্লেখ্য, সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে এক গুরুদ্বারে প্রবেশের সময় খালিস্তানিদের তরফে আটকে দেওয়া হয়েছিল লন্ডনের ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে। সেই ঘটনার মাত্র কয়েকদিন পরেই এবার খালিস্তানি বিক্ষোভের মুখে পড়ল লন্ডনের ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই এই ঘটনায় ব্রিটিশ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ভারত সরকার। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version