Saturday, August 23, 2025

এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সবদিক থেকে এগিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরসঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে ভালো প্রস্তুতি।এশিয়া কাপে জয় ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। মাঝে ওয়ার্ম আপ ম্যাচ না হওয়ায় বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে লম্বা বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো হত বলে মনে করেন রোহিত শর্মা।

বিশ্বকাপের আগের দিন ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হল। সেখানে প্রত্যেক দলের অধিনায়ক তাদের দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন। সেখানেই দল নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ঘরের মাঠে বিশ্বকাপে চাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘চাপের মধ্যে দল অনেক ম্যাচ খেলেছে। ঘর হোক বা বাইরে, দলের উপর প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং আশা করছি ভালো পারফর্ম করার। এবার বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব।’

ভারত এবার একমাত্র দল যাদের পুরো দেশ জুড়ে খেলতে হবে। জনপ্রিয়তার জন্য ১০টা স্টেডিয়ামেই রয়েছে বিরাটদের খেলা। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এটা চ্যালেঞ্জিং যখন আমাদের ১১টা ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা ম্যাচেই সেরাটা দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটা ম্যাচে সঠিক ফোকাস করা। তবে আমরা কনফিডেন্স এবং একবারে একটা ম্যাচে নজর দিচ্ছি। টুর্নামেন্ট এবার অনেক কঠিন হবে ফলে প্লেয়ারদের ফ্রেশ থাকা দরকার।’

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে রোহিত বলেন, ‘আমাকে অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে। নেতা হিসেবে, প্লেয়ারদের বুঝতে হবে, ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়াররা যাতে সঠিকভাবে পারফর্ম করে সেটা দেখা এবং প্লেয়ারদের কাজ হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া।’

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version