Monday, November 10, 2025

এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সবদিক থেকে এগিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরসঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে ভালো প্রস্তুতি।এশিয়া কাপে জয় ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। মাঝে ওয়ার্ম আপ ম্যাচ না হওয়ায় বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে লম্বা বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো হত বলে মনে করেন রোহিত শর্মা।

বিশ্বকাপের আগের দিন ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হল। সেখানে প্রত্যেক দলের অধিনায়ক তাদের দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন। সেখানেই দল নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ঘরের মাঠে বিশ্বকাপে চাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘চাপের মধ্যে দল অনেক ম্যাচ খেলেছে। ঘর হোক বা বাইরে, দলের উপর প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং আশা করছি ভালো পারফর্ম করার। এবার বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব।’

ভারত এবার একমাত্র দল যাদের পুরো দেশ জুড়ে খেলতে হবে। জনপ্রিয়তার জন্য ১০টা স্টেডিয়ামেই রয়েছে বিরাটদের খেলা। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এটা চ্যালেঞ্জিং যখন আমাদের ১১টা ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা ম্যাচেই সেরাটা দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটা ম্যাচে সঠিক ফোকাস করা। তবে আমরা কনফিডেন্স এবং একবারে একটা ম্যাচে নজর দিচ্ছি। টুর্নামেন্ট এবার অনেক কঠিন হবে ফলে প্লেয়ারদের ফ্রেশ থাকা দরকার।’

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে রোহিত বলেন, ‘আমাকে অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে। নেতা হিসেবে, প্লেয়ারদের বুঝতে হবে, ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়াররা যাতে সঠিকভাবে পারফর্ম করে সেটা দেখা এবং প্লেয়ারদের কাজ হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া।’

 

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version