Saturday, August 23, 2025

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে মিলছে না সুবিধা! তৃণমূল সহ বিরোধীদের ক.ড়া সমালোচনার মুখে মোদি সরকার  

Date:

আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্প নিয়ে তৃণমূল সহ বিরোধীদের সমালোচনার মুখে পড়ল কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। সূত্রের খবর, বুধবার স্বাস্থ্য মন্ত্রকের (Central Ministry) সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ইন্ডিয়া শিবিরের অভিযোগ, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা সবাইকে দেওয়া হচ্ছে না। তৃণমূলের (TMC) তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তিনি স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রসঙ্গ তুলে বৈঠকে জানান, বাংলায় এই প্রকল্পের সুবিধা পান ১০০ শতাংশ মানুষ। যদিও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেওয়া হয় নির্দিষ্ট সংখ্যক মানুষকে। এরপরই শান্তনুর প্রস্তাব, বাংলার ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের (Clinical Establishment Regulatory Commission) ধাঁচে বেসরকারি হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য জাতীয়স্তরে এই ধরণের কমিশন তৈরি করা হোক।

শান্তনু সেনের আরও অভিযোগ, বাংলায় স্বাস্থ্যসাথী (Sasthya Sathi) প্রকল্পের কার্ড বাড়ির মহিলাদের নামে করার ফলে বিয়ের পরেও বাপের বাড়িতে থাকা বয়স্ক বাবা ও মা এই কার্ডে চিকিৎসার সমস্ত সুযোগসুবিধা পান। তবে আয়ুষ্মান ভারতে সেসব কিছুই নেই। পাশাপাশি সাড়ে ৭ লক্ষ ভুয়ো আয়ুষ্মান ভারত প্রকল্পে কার্ডের খবর যেভাবে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার সত্যতা সম্পর্কেও  প্রশ্ন তোলা হয় বৈঠকে। তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, প্রতিমাসে একবার বা দুবার বৈঠক হয় স্বাস্থ্য মন্ত্রকের স্থায়ী কমিটির। আমরা ৭ দিন বা ১৫ দিনের মধ্যে জবাব চাই। অথচ কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনও প্রশ্নের জবাব দিয়েছে বলে জানা নেই।

তবে এদিন মোদি সরকার প্রশ্নের জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইন্ডিয়া শিবিরের অনেক সাংসদই। এমনকী, বেশ কয়েকজন বিজেপি সাংসদও সমর্থন জানান। তবে এদিনের বৈঠকে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রসঙ্গ তুলে শান্তনু সেন বলেন, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভেঙে এই কমিশন তৈরি করা হয়েছে। আমি নিজে এই কমিশনের সদস্য হিসেবে বলছি, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আধিকারিকরাই অনেক প্রশ্নের জবাব দিতে পারবেন না। তাঁর আরও অভিযোগ, অন্ধকারে রয়েছে মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ।

 

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version