Sunday, May 11, 2025

শি.রদাঁড়া সোজা রেখে লড়াই করছে অভিষেক, আস্থার সুর শতাব্দী-মহুয়ার

Date:

Share post:

বিভিন্ন জেলা থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার রাজভবন অভিযানের মিছিলে পা মেলালেন।মিছিল করে রাজভবনে পৌঁছান প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক।এদিনের সভায় বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন,বাংলার গরিব বঞ্চিত মানুষের এই আন্দোলন আমাদের অহংকার। আমি তৃণমূল হয়ে নয়, আমি বাংলার মানুষ হয়ে একটি প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পায় না, ইডি-সিবিআই ডাকছে, বুক ফুলিয়ে যাচ্ছে আবার বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। শিরদাঁড়া সোজা রেখে লড়াই করছে দিল্লির বুকে, সেই অভিষেককে ভয় দেখিয়ে কী লাভ?

একের পর এক নির্বাচন প্রমাণ করেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। সেই রাগেই টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। মানুষকে কাজ করিয়ে যারা টাকা দেয় না, তাদের প্রতারক বলে। কেন্দ্রের মোদি সরকার মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে। ওরা এমন কাজ যত করবে তত পিছিয়ে যাবে। লোকসভা ভোটে সেটা টের পাবে।

কৃষ্ণনগরের সাংসদ মহূয়া মৈত্র বলেন, মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই বিশাল মিছিল প্রমাণ করে কেন্দ্র বাংলার গরিব মানুষকে বঞ্চিত করেছে। আইন বলছে, যে মানুষ ১০০দিনের কাজ করেছে তাদের টাকা দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। ২ বছর আগে কাজ করিয়ে টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আইনে বলা আছে, কাজ করার ১৫দিনের মধ্যে টাকা না দিলে ক্ষতিপূরণ দিতে হবে। মোদি সরকার আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে গরিব মানুষের টাকা আটকে রাখছে। বিজেপি দলটার উঁচুতলা থেকে নিচুতলার নেতা, সকলেই মিথ্যাবাদী। কৃষিভবনে কেন্দ্রের প্রতিমন্ত্রীও মোদির থেকে মিথ্যা শিখেছে। দেখা করবে বলেও করেনি, পালিয়ে গেছে পিছনের রাস্তা দিয়ে।

আজকে আমরা রাজভবনে এসেছি। হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা এই রাজ্যপাল কী জিনিস। নাগপুর থেকে পরিচালিত হয়। উনি উত্তরবঙ্গে কী করতে গেছেন? ত্রাণ দেওয়া তো ওনার কাজ নয়! আমাদের লড়াই চলবে গরিব মানুষের জন্য। মিথ্যাবাদী, অসভ্যদের চব্বিশ সালে শূন্য করে দিন।

spot_img

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...