পাকিস্তানি সংবাদমাধ্যম পরিচালনা করছে চিন! প্রকাশ্যে বি.স্ফোরক রিপোর্ট

পাকিস্তানের সংবাদ মাধ্যমের (Pak Media) দখল নিল বেজিং। চিনের (China) সাহায্য পেয়ে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিউজক্লিক (NewsClick)নামক সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে।এবার মার্কিন মুলকের বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে, যেখানে বলা হচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমকে(Pak Media) পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছে চিন(China)।

দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা নিউজক্লিকের প্রতিষ্ঠাতার পাশাপাশি এক সাংবাদিককেও গ্রেফতার করেছে।পুলিশের দাবি, দুই অভিযুক্ত দেশের ত্রুটিপূর্ণ মানচিত্র তৈরি করার জন্য ১১৫ কোটি টাকা পেয়েছিলেন । এর মাঝেই মার্কিন রিপোর্ট বলছে, গোটা বিশ্বের সংবাদমাধ্যমকেই নিয়ন্ত্রণ করতে চাইছে বেজিং। ইতিমধ্যেই পাক সংবাদ মাধ্যমকে প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছে চিন সরকার। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংক্রান্ত একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বেজিং নাকি ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গেও হাত মিলিয়েছে বলে আমেরিকার একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

Previous articleসত্যের মুখোমুখি হতে ভয় পান,শিউলি-স্নেহাশিসের নি.শানায় রাজ্যপাল
Next article“সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ কোথায়?” আবগারি মামলায় সুপ্রিমকোর্টে ভর্ৎসিত ইডি