আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত, সরল ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ, জানাল FSDL

এদিন এফএসডিএলের পক্ষ থেকে জানান হয়েছে, ২১ অক্টোবর এবং ২৮ অক্টোবর দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দিয়েছে।

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। স্থগিত রাখা হল ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। এদিন এমনটাই জানাল লিগের আয়োজক এফএসডিএল। তবে ২৮ অক্টোবরের বদলে ডার্বি কবে আয়োজন করা হবে, সেটা অবশ্য জানানো হয়নি আইএসএল-এর আয়োজকদের তরফ থেকে। এছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর মহাসপ্তমীর দিন ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা লাল-হলুদের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএল। পুরনো সূচি অনুসারে ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল। ওই দিনই আবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন এফএসডিএলের পক্ষ থেকে জানান হয়েছে, ২১ অক্টোবর এবং ২৮ অক্টোবর দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দিয়েছে। তাই আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২১ অক্টোবর ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের, কমপাউন্ড তিরন্দাজীতে মহিলাদের পর পুরুষেদের সোনা জয়