বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের, কমপাউন্ড তিরন্দাজীতে মহিলাদের পর পুরুষেদের সোনা জয়

ভারতীয় দল প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেটে লড়াই করে কামব‍্যাক করে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের। এদিন কমপাউন্ড তিরন্দাজীতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও সোনা জিতলেন দলগত বিভাগে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনার পদক জয় করলেন অভিষেক,ওজাস এবং প্রথমেশ সমাধান। দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল।

ভারতীয় দল প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেটে লড়াই করে কামব‍্যাক করে দক্ষিণ কোরিয়া। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তীরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।

এদিকে সকালে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জেতেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত। এছাড়াও এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা আসে স্কোয়াশে মিক্সড ডাবলস থেকে। এদিন এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জেতেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। ফাইনালে তাঁরা হারান মালয়েশিয়ার প্রতিপক্ষকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০।

আরও পড়ুন:বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনা, স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের