মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত সিকিম। বুধবার সারা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। এবার সেই তিস্তার জলেই ভেসে এল মর্টা.র শেল। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, তিস্তায় হড়পা বানে সেনা ছাউনির মর্টার শেল ভেসে আসে। এলাকার একটি ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে সেটি দেখতে পায়। সিসা ভেবে সেটা নিয়ে খেলতে গেলে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, আহত ৬।
বৃহস্পতিবার রাতে ফের তিস্তা বিপর্যয়ের আশঙ্কা করছে হাওয়া অফিস। লোনাকের পর আরও এক লেক ভেঙে যাওয়ায় তিস্তা পাড়ের বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে। ফের সতর্কতা জারি করা হল কালিম্পং সহ বিস্তীর্ণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এবার তিস্তার জলে ভেসে এল নয়া বিপদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তবিবর রহমানের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মনে করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেসে গিয়েছে প্রচুর সেনা ছাউনি। সেই রকমই কোনও সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল। জলপাইগুড়ি জেলার ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা বলেন, ‘‘এ রকম একটা ঘটনা ঘটেছে। দু’জনের মৃত্যু হয়েছে। তবে এখনই নাম পরিচয় বা বয়সের তথ্য পাওয়া যায়নি। বাকি ছয় জন গুরুতর আহত। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।’’