চার ঘণ্টার জন্য বৃহস্পতিবার ব.ন্ধ থাকবে পুরীর শ্রীমন্দির!

আসলে এদিন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে পুরীর শ্রীমন্দির। সে সময় কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের অন্দরে

পুরীর বেড়াতে গিয়ে যদি দেখেন জগন্নাথ দর্শন করতে পারবেন না, কেমন লাগবে? লক্ষ্মীবারেই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা এখনই বাতিল করুন। আসলে এদিন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে পুরীর শ্রীমন্দির। সে সময় কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের অন্দরে।একটি বিশেষ প্রথার জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে এদিন। মন্দির কমিটি জানিয়েছে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে জগন্নাথ দর্শন।

শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দ্বাদশ শতকের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে পালিত হবে ‘বানাকা লাগি’ আচার। এই বিশেষ পুজোর আচার অনুযায়ী, নয়া রূপে সজ্জিত হবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। এই সাজানোর কাজ করেন উচ্চবর্ণের সেবায়েতরা। তাঁদের বলা হয় ‘দত্ত মহাপাত্র’।
দত্ত মহাপাত্র বর্ণের সেবায়েতরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তিতে শৃঙ্গারের কাজ করার জন্য প্রস্তুত। ১২ শতাব্দীর মূর্তিগুলিকে সাজিয়ে তুলবেন তাঁরা।