Thursday, November 13, 2025

আজ রাজভবন অভিযান তৃণমূলের, কোন কোন রাস্তায় যানজট হতে পারে জেনে নিন

Date:

দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরে বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব। তারপরেই কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেল ৩টেয় রবীন্দ্রসদন থেকে মিছিল শুরু হবে। তৃণমূল নেতৃত্ব ও বঞ্চিত জবকার্ড হোল্ডাররা সকলে মিছিলে অংশ নেবেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তাঁরা। মিছিলের জেরে কলকাতার একাধিক রাস্তায় তীব্র যানজট হতে পারে। জেনে নিন কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন-

আরও পড়ুনঃ পলায়ন! তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ এড়িয়ে আগামিকাল উত্তরবঙ্গের প্লাবন পরিদর্শনে রাজ্যপাল
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মোহরকুঞ্জ থেকে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, এসপ্ল্যানেড থেকে রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল রাজভবনে যাওয়ার কথা রয়েছে। তাই এসকল রাস্তাগুলিতে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।


দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্তা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মিথ্যাচারের ঘটনায় রাজ্যপালের কাছে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়নমন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপালকে দেওয়া হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকারের কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, এতগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তাঁরা পরের পদক্ষেপ ঘোষণা করবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।...

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি...
Exit mobile version