Monday, November 10, 2025

ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার

Date:

Share post:

দিনে দিনে রাহুল গান্ধীর(Rahul Gandhi) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এভাবেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের(India Alliance) নেতৃত্ব কে দেবে? সে বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাওয়ার। তাঁর বক্তব্যে উঠে এলো ভারত জোড়ো প্রসঙ্গও।

বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠলে এনসিপি প্রধান বলেন, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।” একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবে।” সঞ্জয় সিংয়ের গ্রেফতারি পুরোপুরি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন পাওয়ার।

একইসঙ্গে ৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...