Wednesday, January 14, 2026

ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার

Date:

Share post:

দিনে দিনে রাহুল গান্ধীর(Rahul Gandhi) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এভাবেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের(India Alliance) নেতৃত্ব কে দেবে? সে বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাওয়ার। তাঁর বক্তব্যে উঠে এলো ভারত জোড়ো প্রসঙ্গও।

বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠলে এনসিপি প্রধান বলেন, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।” একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবে।” সঞ্জয় সিংয়ের গ্রেফতারি পুরোপুরি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন পাওয়ার।

একইসঙ্গে ৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...