Saturday, August 23, 2025

ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার

Date:

দিনে দিনে রাহুল গান্ধীর(Rahul Gandhi) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এভাবেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের(India Alliance) নেতৃত্ব কে দেবে? সে বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাওয়ার। তাঁর বক্তব্যে উঠে এলো ভারত জোড়ো প্রসঙ্গও।

বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠলে এনসিপি প্রধান বলেন, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।” একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবে।” সঞ্জয় সিংয়ের গ্রেফতারি পুরোপুরি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন পাওয়ার।

একইসঙ্গে ৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version