Thursday, December 18, 2025

ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার

Date:

Share post:

দিনে দিনে রাহুল গান্ধীর(Rahul Gandhi) জনপ্রিয়তা ক্রমশ বেড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এভাবেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের(India Alliance) নেতৃত্ব কে দেবে? সে বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাওয়ার। তাঁর বক্তব্যে উঠে এলো ভারত জোড়ো প্রসঙ্গও।

বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠলে এনসিপি প্রধান বলেন, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।” একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবে।” সঞ্জয় সিংয়ের গ্রেফতারি পুরোপুরি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলেন পাওয়ার।

একইসঙ্গে ৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...