এ লড়াই জেতার জন্য অভিষেকের না.ছোড়বান্দা মনোভাবেই আস্থা  সুদীপের

সেই প্রতিবাদ সমাবেশ থেকেই বক্তব্য রাখার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি নিশানা করেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ছিল তৃণমূলের ‘রাজভবন চলো’ কর্মসূচি। অভিষেকের নেতৃ্ত্বে মিছিল করে রাজভবন পৌঁছয় তৃণমূল নেতা-কর্মীরা। কিন্তু রাজ্যপাল রাজভবনে উপস্থিত না থাকায় রাজভবনের কাছেই প্রতিবাদ সমাবেশ করে তৃণমূল।সেই প্রতিবাদ সমাবেশ থেকেই বক্তব্য রাখার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি নিশানা করেন লোকসভায় তৃণমূলের  দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাষ্ট্রমন্ত্রী পালিয়ে গিয়েছেন আর এক মন্ত্রী দেখা করেননি । এটা তো সত্য ।আর আমরা বসে আছি রাজ্যপাল কবে আসবেন! তাঁর কটাক্ষ, মনে হয় না তিন দিনের আগে তার সময় হবে।

আমি বিশ্বাস করি , মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিফলন দেখতে পাচ্ছি অভিষেকের মধ্যে। পরপর যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাছোড়বান্দা পণ করে এগোচ্ছে, সেই একই ছবি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এ লড়াই আমাদের জিততে হবে আর এই জেতার মতো পরিস্থিতি বাংলায় আছে । শুধু তাকে বাস্তবায়ন করতে হবে।

Previous articleকতদিন জনগণের কাছ থেকে পালাবে? ধর্নামঞ্চ থেকেই পোস্টে তো.প অভিষেকের
Next articleমধ্যরাতেও চলছে ইডির ত.ল্লাশি, খাদ্যমন্ত্রীর বাড়িতে সি.জার লিস্ট তৈরিতে ব্যস্ত আধিকারিকরা