Friday, December 12, 2025

লোকসভার আগে সেমিফাইনাল, নভেম্বরেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন

Date:

Share post:

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(assembly election)। নির্বাচন কমিশন(Election commission) সূত্রে জানা গেল এমনটাই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন আগামী ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে, মিজোরাম এবং তেলঙ্গনা, এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। তবে জল্পনা শুরু হয়েছিল এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। কিন্তু সে সম্ভবও না একেবারেই নেই বলে জানা যাচ্ছে সুত্র মারফত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে পাঁচ রাজ্যের নির্বাচন। এর মধ্যে ২০১৮ সালের মতো ছত্রিশগড়ে এবারও দু দফায় ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাকি চার রাজ্যে এক দফায় হতে পারে ভোট। একইসঙ্গে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পাঁচ রাজ্যে একসঙ্গে ভোট গণনার সম্ভাবনা।

মিজোরামের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ১৭ ডিসেম্বর। বিজেপির জোট সঙ্গী মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতায় রয়েছে। তেলঙ্গনা, রাজস্থান, ছত্তিশগড় এবং রাজস্থানের বিধানসভার মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হবে।

কে চন্দ্রশেখর রাও-র নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলঙ্গনায় শাসন ক্ষমতায় রয়েছে। আর মধ্যপ্রদেশ বিজেপি শাসিত। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসের সরকার রয়েছে। পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজস্থান, মিজোরাম, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তিশগড়ে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সুষ্ঠুভাবে পরিচালনার কৌশল চূড়ান্ত করতে শুক্রবার নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের একটি বৈঠক ডেকেছে।

spot_img

Related articles

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক...

১০ লক্ষ টাকায় মিলবে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, একমঞ্চে সুনীল-বাইচুংও

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিও মেসি( Lionel Messi)। শুক্রবার মধ্যরাতে কলকাতা...