Thursday, August 28, 2025

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নি.র্দেশকে চ্যা.লেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ.পসারিত অধ্যক্ষ

Date:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সদ্য অপসারিত অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাইলেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

শুধুমাত্র পদ থেকে অপসারণ করা হয়েছে তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তালা দিয়ে দেওয়া হয়েছে যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষার ঘরে। বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন অধ্যক্ষা পদ থেকে সদ্য অপসারিত হওয়া সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। শুক্রবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলায় অভিযোগ ওঠে, ইউজিসি-র আইন না মেনেই ওই পদে বসেছেন তিনি। শুধু তাই নয়, ওই কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যই নাকি নিয়ম না মেনে কয়েকজন অধ্যাপিকাকে নিয়োগ করেছিলেন। সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা ও আর এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, তাঁরা নেট পরীক্ষায় উত্তীর্ণ হননি, রাজ্য স্তরের কোনও পরীক্ষাও দেননি।

বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে সুনন্দা গোয়েঙ্কাকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি, ওই কলেজের অধ্যক্ষার ঘরে তালা দিয়ে আসার জন্য স্পেশাল অফিসারও নিযুক্ত করেছিল আদালত। সেই অফিসার গিয়ে তালা লাগিয়ে সিল করে দিয়ে এসেছেন অধ্যক্ষার ঘর।মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদ পাওয়ার ক্ষেত্রেও ইউজিসি-র নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তিনি অধ্যক্ষ হিসেবে যে বেতন পেয়েছেন, তা ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

অভিযোগ করা হয়, মানিক ভট্টাচার্য নিযুক্ত অধ্যাপকরা বেশ কিছু দুষ্কৃতীকে নিজেদের স্বার্থে প্রশয় দিচ্ছে। এই দুষ্কৃতীরা কলেজকে নিজেদের আখড়ায় পরিণত করেছে। এই মামলায়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। ৯ ই অক্টোবরের মধ্যে এই দুষ্কৃতীদের হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, শুক্রবার এই কলেজের গভর্নিং বডির নির্বাচনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version