Thursday, August 21, 2025

সেন্সের বোর্ডের (CBFC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন দক্ষিণ অভিনেতা (South Indian Actor)। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে নায়ক বিশাল (Vishal) দাবি করেন, তাঁর নতুন ছবির হিন্দি সংস্করণের ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডের (CBFC) মুম্বই শাখার আধিকারিকদের তাঁকে মোটা টাকা ঘুষ দিতে হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর বলিউড থেকেও একাধিক অভিযোগ উঠে আসছিল। এবার সেই দুর্নীতির তদন্তভার নিল সিবিআই। তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও খবর।

‘মার্ক অ্যান্টনি’ নামে এক তামিল ছবির সেন্সর ছাড়পত্রের জন্য বিশালকে নাকি মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা দিতে হয়েছে। সমাজমাধ্যমে এই বিস্ফোরক অভিযোগ করেন অভিনেতা। অভিযোগ পত্রে মার্লিন মানেগা, রাজন এম এবং জিজা রামদাস নামে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুম্বইয়ের চারটি ঠিকানায় অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। ২৬ সেপ্টেম্বর বিশাল অভিনীত ছবিটিকে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।CBI এর দাবি, অভিযুক্তদের মধ্যে এক জন দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬ লক্ষ ৫৪ হাজার টাকা ঘুষ হিসাবে নেয়। এবং কিছু সময়ের মধ্যেই প্রায় পুরো টাকাটাই তুলে নেওয়া হয়। প্রায় ৭ লক্ষ টাকার বিনিময়ে ছবিকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা হয় বলেই তদন্তে উঠে আসছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version